নাথিং ফোন ২ নিয়ে জোর আলোচনা চলছে নেটমাধ্যমে। আগের মডেল নাথিং ফোন ১ এর মতোই সাড়া ফেলতে চলেছে নাকি এই স্মার্টফোন। খুব শীঘ্রই বাজারে লঞ্চ হতে চলেছে বলে খবর। তার আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে ফোনের একাধিক ফিচার্স। জানা গিয়েছে, এই ফোনেও আগের মডেলগুলির মতো ট্রান্সপারেন্ট ডিজাইন থাকবে।
বলা যায়, নাথিং ফোনের মূল আকর্ষণই তাদের এই ডিজাইন। কিন্তু এবারে একাধিক ক্ষেত্রে চমক দিতে চলেছে নাথিং। ক্যামেরা থেকে ব্যাটারি এবং প্রসেসর সবকিছুতেই মন জুড়াবে মোবাইল প্রেমীদের। ইতিমধ্যে এই ফোনের একটি টিজার প্রকাশ হয়েছে। একাধিক টেক সংবাদমাধ্যমও Nothing Phone 2 এর সম্ভাব্য ফিচার্স তুলে ধরেছে।
জানা গেছে, নাথিং ফোন ২-তে থাকতে চলেছে 6.55 ইঞ্চি AMOLED ডিসপ্লে সঙ্গে 60 হার্টজ থেকে 120 হার্টজ রিফ্রেশ রেট। থাকবে হ্যাপটিক টাচ মোটর। এই স্ক্রিন নিরাপদ রাখবে কর্নিং গোরিলা গ্লাস 5। স্ক্রিনের সামনে ও পিছনে উভয় জায়গাতেই এই বৈশিষ্ট্য থাকবে।
চমক থাকতে চলেছে ব্যাটারিতেও। নাথিং ফোন ১ এ রয়েছে 4,500mAH ব্যাটারি। তবে নাথিং ফোন ২-তে থাকতে পারে 5,000mAh ব্যাটারি ক্যাপাসিটি। আগের ভার্সনটিতে রয়েছে 33 ওয়াট ফাস্ট চার্জিং কিন্তু এই ফোনে কত ওয়াট চার্জিং তা এখনও জানা যায়নি।
নাথিং ফোন ২ এর প্রসেসর থাকবে Qualcomm Snapdragon 778+ যা 12 জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট দিতে পারবে। বাজারে মিলবে তিনরকম রকম ভেরিয়েন্টে – 8 জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যাম ও 256 জিবি স্টোরেজ।
এই স্মার্টফোনে ক্যামেরা স্পেকস সম্পর্কে এখনো সেইভাবে কিছু জানা যায়নি। প্রসঙ্গত Nothing Phone 1 এ রয়েছে ডুয়াল 50 মেগাপিক্সেল ক্যামেরা এবং ফ্রন্টে 16 মেগাপিক্সেল সেলফি শুটার। সফটওয়্যারের ক্ষেত্রে আশা করা হচ্ছে লেটেস্ট সিস্টেম অর্থাৎ অ্যান্ড্রয়েড ১৩ থাকবে নাথিং ফোন ২ তে।
দামের কথা যদি বলি তাহলে নাথিং ফোন -কে মিড রেঞ্জ সেগমেন্টেই লঞ্চ করেছে প্রতিষ্ঠানটি। খুব বেশি কম নয় আবার খুব বেশিও নয়। Nothing Phone 1 লঞ্চ হয়েছিল ভারতীয় মুদ্রায় ৩৩,৯৯৯ টাকায়।
মনে করা হচ্ছে, আগের মডেলের থেকে কিছুটা বেশি দামে লঞ্চ হতে পারে নাথিং ফোন ২। এই স্মার্টফোনের সম্ভাব্য লঞ্চ তারিখ জুলাই ২০২৩।