চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে বলা হয়েছে যে, অ্যাপল এর আইফোন ১৫ প্লাস স্মার্টফোন থেকে দামের ব্যবধান বৃদ্ধি করার জন্য আসন্ন আইফোন ১৫ প্রো মডেলের দাম বাড়িয়ে দেওয়া হতে পারে। তবে এ তথ্য এখনো পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি।
আইফোন ১৪ প্রো এবং আইফোন ১৪ প্রো ম্যাক্স স্মার্টফোনের বর্তমান মূল্য যথাক্রমে ৯৯৯ ডলার এবং ১০৯৯ ডলার। যদি দাম বৃদ্ধি পায় তাহলে অ্যাপলের স্মার্টফোনের জন্য এটি একটি রেকর্ড হবে।
ধারণা করা হচ্ছে যে, আইফোন ১৫ এবং ১৫ প্লাস স্মার্টফোনে কিছু এক্সক্লুসিভ ফিচার যোগ করা হবে। বর্তমানে এসব ফিচার কেবল প্রো মডেলই দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে ডাইনামিক আইল্যান্ড এবং ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার কথা বলা যেতে পারে।
দাম এবং ফিচারের ক্ষেত্রে প্রো এবং নন-প্রো ডিভাইসের মধ্যে একটা বড় পার্থক্য তৈরি হতে যাচ্ছে। আইফোন ১৪ থেকে আইফোন ১৫ সিরিজে দাম নির্ধারণের ক্ষেত্রে নতুন কৌশল হাতে নিতে যাচ্ছে অ্যাপল।
আইফোন ১৪ সিরিজের প্লাস মডেলের স্মার্টফোনটি প্রো মডেল থেকে ১০০ ডলার কম মূল্যে পাওয়া যাচ্ছে। হাইটং ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের প্রযুক্তি বিশ্লেষক জেফ পু দাম বৃদ্ধির দাবিকে সাপোর্ট করেছেন।
আইফোন ১৪ মডেলের দাম ১০০ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পাবে এরকম অনুমান করা হয়েছিল। কিন্তু বাস্তবে তা ঘটেনি। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে অ্যাপল সাম্প্রতিক সময়ে একাধিকবার আইফোনের দাম বাড়িয়েছে।
আমেরিকার বাহিরে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার মান ওঠানামার কারণে এমনটি ঘটেছে। আমেরিকায় বর্তমানে মুদ্রাস্ফীতি চলার কারণে পরবর্তী সময়ে নতুন সিরিজের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কোম্পানির নির্দিষ্ট লাভ ধরে রাখার জন্য এমনটা হতে পারে। অ্যাপলের স্বাভাবিক সময়সূচি অনুযায়ী সেপ্টেম্বরের দিকে আইফোন ১৫ সিরিজের স্মার্টফোন বাজারে আসতে পারে । নতুন সিরিজের প্রো মডেলের দশ ধরনের অতিরিক্ত ফিচার যোগ করা হতে পারে।