ভিভোর পপআপ সেলফি ক্যামেরার ট্রেন্ডের সাথে যুক্ত হতে যাচ্ছে হুয়াওয়ে। পপআপ সেলফি ক্যামেরার এই ফোনটির নাম হুয়াওয়ে পি স্মার্ট জেড। ফোনটির পেছনে ১৬ (অ্যাপার্চার এগ/১.৮) মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হবে। সেলফি ক্যামেরা হিসেবে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে। ফোনটির তথ্য ও ছবি ফাঁস হয়েছে।
ফোনটিতে ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে থাকবে, এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সল এবং রেশিও ১৯.৫ঃ৯। ফোনটিতে ফুল স্ক্রিন ডিসপ্লে ব্যবহার করা হবে, এর উপরে থাকবে ছোট বেজেল। এর পপআপ সেলফি ক্যামেরাটি ভিভো নেক্স এর মতো বাম দিকে অবস্থিত।এতে কিরিন ৭১০ প্রসেসরের সাথে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হবে। মাইক্রো এসডি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
বাজারে ফোনটি কালো, নীল এবং সবুজ রঙে আসবে। হুয়াওয়ের প্রথম পপআপ সেলফি ক্যামেরার ফোনটির মূল্য হতে পারে ২১০ ইউরো।ফোনটিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকবে এবং অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড ৯ পাই এবং ইএমইউআই ৯। হুয়াওয়ে পি স্মার্ট জেড কবে উন্মোচন করা হবে তা এখনো জানা যায়নি।