কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে নিয়ে নানা গুঞ্জন চলমান। এরই মধ্যে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। ওএলইডি ডিসপ্লের পরিবর্তে মাইক্রোএলইডিযুক্ত আইফোন তৈরিতে কাজ করছে কোম্পানিটি।
অ্যাপলের পক্ষ থেকে এখনো এ বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি। সম্প্রতি ফাঁস হওয়া তথ্যের প্রেক্ষিতে জানা গেছে, বর্তমানে আইফোনে যে ওএলইডি ডিসপ্লে ব্যবহার করা হয় তার পরিবর্তে মাইক্রোএলইডি প্যানেল ব্যবহারে কাজ করছে যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্ট।
ডিজিটাইমস প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনের তথ্যানুযায়ী, ২০২৪ সালের শেষ ও ২০২৫ সালের শুরুর দিকে বাজারজাতের অপেক্ষায় থাকা অ্যাপল ওয়াচ আল্ট্রায় নতুন ডিসপ্লে ব্যবহার করতে পারে অ্যাপল। পর্যায়ক্রমে আইফোনেও এ ডিসপ্লে ব্যবহার করা হবে।
ওএলইডির তুলনায় মাইক্রোএলইডি আরো ভালো রঙ উৎপাদন করতে পারে, বেশি কন্ট্রাস্ট রেশিও দেখায় এবং সামগ্রিকভাবে ডিসপ্লের মান বাড়িয়ে থাকে।