আন্তর্জাতিক বাজারে নতুন স্মার্টফোন নোভা ওয়াই৯১ স্মার্টফোন উন্মোচন করেছে হুয়াওয়ে। নতুন ডিভাইসটির সবচেয়ে আকর্ষণীয় দুটি দিক হচ্ছে বড় ডিসপ্লে ও ব্যাটারি। এছাড়া স্মার্টফোনটিতে বেশকিছু অভিনব ফিচার রয়েছে।
বিভিন্ন ফিচারের মধ্যে ইন্টারনাল স্টোরেজের আধিক্য, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা অন্যতম। হুয়াওয়ে নোভা ওয়াই৯১ ডিভাইসটিতে ৬ দশমিক ৯৫ ইঞ্চির ফুল এইচডিপ্লাস এলসিডি ডিসপ্লে রয়েছে। যার রেজল্যুশন ২৩৭x১০৮০ পিক্সেল, রিফ্রেশ রেট ৯০ হার্টজ ও টাচ স্যাম্পলিং রেট ২৭০ হার্টজ।
স্মার্টফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। ৮ জিবি বা ১২ জিবি র্যামের সঙ্গে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনে ডিভাইসটি কেনা যাবে। এতে ৭ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। পাশাপাশি চার্জিংয়ের জন্য ২২ দশমিক ৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা দেয়া হয়েছে।
ক্যামেরার দিক থেকে হুয়াওয়ে প্রথম থেকেই সুনাম ধরে রেখেছে। নতুন নোভা ওয়াই৯১ ডিভাইসের পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর রয়েছে। সেলফির জন্য সামনে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেয়া হয়েছে। ব
র্তমানে নতুন ডিভাইসটির দামসংক্রান্ত কোনো তথ্য জানা যায়নি।