একসময়ের জনপ্রিয় নকিয়া ২৬৬০ ফ্লিপ ফোন আসছে নতুন রূপে। ডুয়াল ডিসপ্লে থাকছে ফোনটিতে। এর প্রাইমারি ডিসপ্লে হবে ২.৮ ইঞ্চির। সেকেন্ডারি ডিসপ্লে ১.৭৭ ইঞ্চির। পারফরম্যান্সের জন্য এই ফ্লিপ ফোনে দেওয়া হচ্ছে ইউনিসক টি১০৭ প্রসেসর।
নতুন নকিয়া ২৬৬০ মডেল বেশ কয়েকটি রঙে বাজারে আসবে। এই ফোনটি কালো, নীল এবং লাল রঙে সর্বপ্রথম বাজারে এসেছিল। নতুন ভার্সনে লাশ গ্রিন এবং পিঙ্ক রঙ যোগ হচ্ছে। তবে, কেবলই ফোনটির রং পরিবর্তন করা হচ্ছে। ফোনটির ফিচার্স ও স্পেসিফিকেশন আগের মডেলের মতো একই থাকছে।
ফোনটির বিল্টইন মেমোরির পাশাপাশি মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ থাকছে। স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে। অন্যান্য গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে এই ফ্লিপ ফোনে থাকছে এমপিথ্রি প্লেয়ার, এফএম রেডিও এবং ব্লুটুথ ৪.২ কানেক্টিভিটি।
ফোনটি চলবে ১৪৫০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিতে। মাইক্রো ইউএসবি পোর্টের সাহায্যেই এই ফোন আপনি চার্জ দিতে পারবেন।
ছবি তোলার জন্য ০.৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং এলইডি ফ্ল্যাশ দেওয়া হচ্ছে। জরুরি সময় অন্তত পাঁচটি কন্ট্যাক্টে কল করার জন্য নকিয়া ২৬৬০ মডেলের ফ্লিপে থাকছে ইমার্জেন্সি বাটন।
নতুন ভার্সন কবে আসবে তা সে সম্পর্কে কিছুই জানায়নি নকিয়ার মালিকানাধীন প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল।