সেলফ রিপেয়ারিং প্রোগ্রামের বিষয়ে বর্তমানে অনেকেই অবগত। বিশ্বের সব দেশে সেভাবে এটি চালু না হলেও প্রতিনিয়ত এর পরিধি বাড়ছে। এর মানে হচ্ছে নির্দিষ্ট যন্ত্রাংশ সংগ্রহ করে নিজ উদ্যোগে সেলফোন বা ডিভাইস মেরামত করা। এবার দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের জন্য এ পরিষেবা চালুর উদ্যোগ নিয়েছে স্যামসাং। খবর টেকটাইমস।
সেলফ রিপেয়ার কার্যক্রমে ঝুঁকি থাকলেও ডিভাইস মেরামতে এটি সাশ্রয়ী। এর জন্য রিপেয়ার শপে যেতে হয় না। কেননা অনেক সময় মেরামতের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। বর্তমানে সেলফ রিপেয়ারের চাহিদা বাড়ছে। অন্যদিকে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্ট অ্যাপল এরই মধ্যে সেলফ রিপেয়ার কিটস চালু করেছে। এ কারণে স্যামসাংও এর গ্রাহকের ডিভাইস মেরামতে প্রয়োজনীয় টুল ও যন্ত্রাংশ সরবরাহের উদ্যোগ নিয়েছে। স্মার্টফোনের বিভিন্ন মডেলের মধ্যে গ্যালাক্সি এস২০, এস২১ ও এস২২ সিরিজের জন্যও কিট সরবরাহ করছে।
নির্ধারিত মডেলের বাইরে বা পুরনো ভার্সনগুলো এ প্রোগ্রামের আওতায় নেই। ফলে একটি বিষয় নিশ্চিত হওয়া যাচ্ছে, গ্যালাক্সি সিরিজের যেসব ডিভাইসের নাম আগে বলা হয়েছে সেগুলোও রিপেয়ার প্রোগ্রামের আওতায় আসবে। সেলফোনের পাশাপাশি প্রোগ্রামের আওতায় ডিসপ্লে, ব্যাক কভার এমনকি যন্ত্রাংশ থাকলে চার্জিং পোর্টও পরিবর্তন করা যাবে। যেসব ব্যবহারকারী সেলফ রিপেয়ার কিট সংগ্রহ করবে তারা প্রয়োজনীয় টুলও পাবে বলে সূত্রে জানা গেছে।
প্রতিবেদনে আরো বলা হয়, শিগগিরই স্যামসাং আরো ডিভাইসে সেলফ-রিপেয়ার প্রোগ্রাম সুবিধা যুক্ত করবে। স্মার্টফোনের মধ্যে গ্যালাক্সি এস২০ সবচেয়ে পুরনো। এর সঙ্গে ১৫ দশমিক ৬ ইঞ্চির গ্যালাক্সি বুক প্রো মডেলের যন্ত্রাংশও সরবরাহ করে থাকে। বর্তমানে শুধু দক্ষিণ কোরিয়ার ব্যবহারকারীদের জন্য প্রোগ্রামটি চালু করা হয়েছে। বিশ্বের অন্যান্য দেশে কবে নাগাদ এ পরিষেবা আসবে সে বিষয়ে জানা যায়নি।