রেজর ৪০ আল্ট্রা স্মার্টফোন বাজারজাতের বিষয়ে কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল। চলতি সপ্তাহের শুরুতে চীনের বাজারে ডিভাইসটি উন্মোচন করে মটোরোলা। বিশ্ববাজারেও ভিন্ন নামে ডিভাইসটি উন্মোচন করা হলেও ভারতের বাজারে প্রবেশ বাকি ছিল। তবে শিগগিরই স্মার্টফোনের অন্যতম এ বাজারেও আসতে যাচ্ছে রেজর ৪০ আল্ট্রা।
সম্প্রতি দেয়া এক টুইট বার্তায় মটোরোলা ভারতের বাজারে রেজর ৪০ আল্ট্রা বাজারজাতের বিষয়ে ইঙ্গিত দিয়েছে। কোম্পানি একটি ফ্লিপ স্মার্টফোনের ভিডিও শেয়ার করেছে। যেখানে একটি বড় কভার স্ক্রিন দেখানো হয়েছে। প্রযুক্তিবিদ ও বিশ্লেষকদের মতে, এটি আল্ট্রা মডেল হতে পারে। তবে লেনোভো মালিকানাধীন কোম্পানিটি টুইট বার্তায় ডিভাইস উন্মোচনের তারিখ বা বিস্তারিত কিছু জানায়নি।
মটো রেজর ৪০ আল্ট্রা ডিভাইসে ৩ দশমিক ৬ ইঞ্চির এক্সটার্নাল ডিসপ্লে দেয়া হয়েছে। ক্ল্যামশেল ফোল্ডেবল ডিভাইসের মধ্যে এটি সবচেয়ে বড় বলে দাবি কোম্পানির। কভার স্ক্রিনে ১০ বিটের অ্যামোলেড প্যানেল দেয়া হয়েছে। যার রেজল্যুশন ১০৬৬*১০৫৬ ও রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এতে গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন দেয়া হয়েছে।