ব্যবহারকারীর জন্য নিরাপত্তাবিষয়ক নতুন ফিচার নিয়ে আসছে গুগল পিক্সেলের জুন আপডেট। ফিচারটিতে গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে নিরাপত্তা পর্যবেক্ষণ ও জরুরি পরিস্থিতিতে ব্যবহারকারীর অবস্থান জানান দেয়া সম্ভব।
এছাড়া রয়েছে হাতের স্পর্শ ছাড়াই ছবি তোলা ও শ্বসন প্রক্রিয়া পর্যবেক্ষণের প্রক্রিয়া। ব্যবহারকারী গাড়ি দুর্ঘটনা কিংবা অনুরূপ কোনো বিপদে পড়লে নির্ধারিত সময়ে জরুরি নাম্বারে নোটিফিকেশন পাঠিয়ে দেবে সেফটি চেক ফিচারটি। তার জন্য কেবল আগে থেকে গুগল অ্যাসিস্ট্যান্টকে নির্দেশনা দিয়ে রাখতে হবে।
নতুন ফিচারে কেবল হাতের তালু উত্তোলিত করেই সেলফি তোলা যায়। রয়েছে অত্যাধুনিক অডিও রেকর্ডিং সুবিধা, যেখানে রেকর্ডিংকে পৃথক গুগল ডকে স্থানান্তর করা সম্ভব। এর আগে ২০১৯ সালে গুগল গাড়ি দুর্ঘটনা শনাক্তকরণ ফিচার উন্মুক্ত করে প্রতিষ্ঠানটি।