স্মার্টফোন কেনার ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে প্রচলিত ব্র্যান্ডগুলোর মধ্যে অ্যাপল, স্যামসাং, ওয়ানপ্লাস, গুগল ও শাওমি অন্যতম। সেদিক থেকে বর্তমানে সনির তেমন চল নেই বললেই চলে। অথচ আগে স্মার্টফোন মানেই সনি এমন এক অধ্যায় ছিল। বাজারে সেভাবে চাহিদা না থাকলেও এখনই স্মার্টফোনের ব্যবসা থেকে সরে আসার চিন্তা নেই জাপানের এ প্রযুক্তি কোম্পানিটির। আরো কয়েক বছর সেলফোন উৎপাদন ও বাজারজাত করতে চায় কোম্পানিটি।
স্মার্টফোন উৎপাদন ও বাজারজাতের জন্য সেলফোনে স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করবে সনি। এজন্য কোয়ালকমের সঙ্গে কয়েক বছরের চুক্তিও করেছে কোম্পানিটি। এটি মূলত দুটি কোম্পানির মধ্যে বিদ্যমান একটি চুক্তির বর্ধিতায়ন। প্রিমিয়ামের পাশাপাশি সনির হাই ও মিড সেগমেন্টের স্মার্টফোনগুলোতেও কোয়ালকমের চিপসেট থাকবে।
গত মাসে হঠাৎ করেই এক্সপেরিয়া ১ভি উন্মোচন করে সনি। স্মার্টফোনটিতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ মোবাইল প্লাটফর্ম প্রসেসর দেয়া হয়েছে। ফটোগ্রাফার ও ভ্লগারদের জন্য ডিভাইসটি বাজারজাত করেছে কোম্পানিটি। তবে জাপানের এ প্রযুক্তি জায়ান্টের জন্য এ দুটি বিষয় খুবই সাধারণ। কেননা সনি চাইলেই ভালো রেজল্যুশনের ছবি ও ভিডিও ধারণে ক্যামেরা প্রযুক্তিতে পরিবর্তন আনতে সক্ষম।
সনি আলফা ক্যামেরার মনিটর হিসেবে এক্সপেরিয়া ১ভি ব্যবহার করা যাবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। তবে এর পর ডিভাইসটিকে হাই এন্ড ক্যাটগরিতে রেখেছে এবং এর মূল্য ১ হাজার ৪০০ ডলার। এছাড়া মে মাসে কোম্পানিটি মিড রেঞ্জে এক্সপেরিয়া ১০ভি ও দেখিয়েছে। এতে স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট ও ৬০ হার্টজের ১০৮০ পিক্সেল ওএলইডি ডিসপ্লে দেয়া হয়েছে। চলতি মাস থেকে ইউরোপের বাজারে ৩৯৯ পাউন্ড বা ৫০০ ডলারে কেনা যাবে।