চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক বা ৪জি কানেক্টিভিটিসহ নতুন ফোন আনল নকিয়া। মডেল নকিয়া ১১০। এই ফোন ৪জির পাশাপাশি ২জি কানেকশনেও কেনা যাবে।
নকিয়া ফিচার ফোনে হাজির হয়েছে কমপ্যাক্ট ফর্ম ফ্যাক্টর, মডার্ন ফিনিশ এবং সিগনেচার নকিয়া বিল্ড কোয়ালিটিতে। মিডনাইট ব্লু, আর্কটিক পার্পল, টারকোল এবং ক্লাউডি ব্লু এই চারটি রঙে লঞ্চ করা হয়েছে ফোন দুইটি।
উভয় ফোনেই রয়েছে স্ট্যান্ডআউট ফিচার্স। যার মধ্যে অন্যতম এইচডি ভয়েস সাপোর্ট। এই ফোনে বিভিন্ন অনলাইন পেমেন্ট অ্যাপ বিল্টইন রয়েছে। স্মার্টফোনের মতো নকিয়ার ফিচার ফোনে ইন্টারনেট ব্যবহার করা যাবে। এছাড়াও রয়েছে বিল্টইন ক্যামেরা ও স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে মিউজিক প্লেয়ার এবং একটি অটো কল রেকর্ডার। চমৎকার ব্যাটারি ব্যাকআপে ফিচার ফোনটি বাজারে পাওয়া যাাবে।
নকিয়া ১১০ ২জি মডেলে দেওয়া হয়েছে ১০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। এছাড়াও নকিয়া ১১০ ৪জি কেনা যাবে ১৪৫০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যাকআপে।
নতুন ফিচার ফোনটির দাম শুরু ১৬০০ রুপি থেকে।