সেলফোনের পাশাপাশি ল্যাপটপের বাজারেও প্রবেশ করেছে ইনফিনিক্স। সম্প্রতি ভারতের বাজারে নতুন ল্যাপটপ জিরোবুক ১৩ উন্মোচন করেছে কোম্পানিটি। চারটি আলাদা কনফিগারেশনে ডিভাইসটি পাওয়া যাবে। কোম্পানির দাবি, এটি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ ল্যাপটপ।
ইনফিনিক্স জিরোবুক ১৩তে মেটাল চেসিসের সঙ্গে মেটেওরিক ফেজ ডিজাইন ও লাল রঙের হিঞ্জ লাইট দেয়া হয়েছে। এর কিবোর্ডের পেছনে লাইট ও পাওয়ার বাটনের সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেয়া হয়েছে। অডিওর জন্য ল্যাপটপটিতে উচ্চমানের স্পিকার যুক্ত করা হয়েছে। ডিসপ্লের দিক থেকে এতে ১৫ দশমিক ৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর সর্বোচ্চ উজ্জ্বলতা ৪০০ নিটস পিক। ল্যাপটপের সামনে একটি ফুল এইচডি ওয়েবক্যাম ও ডিজিটাল মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে।
ইনফিনিক্স জিরোবুক ১৩তে ইন্টেলের ১৩ প্রজন্মের কোর আই৯ প্রসেসর ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে এতে ৯৬ইউ আইরিশ এক্সই গ্রাফিকস কার্ডও রয়েছে। ল্যাপটপে ৩২ জিবি র্যাম ও ১ টেরাবাইট স্টোরেজ দেয়া হয়েছে। ইকো, ব্যালান্সড ও ওভার বুস্ট মোডে ল্যাপটপ ব্যবহারের জন্য আলাদা বাটনও দেয়া হয়েছে। ইনফিনিক্স জিরোবুক ১৩তে অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১১ হোম ব্যবহার করা হয়েছে। এতে ৭০ ওয়াট আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে, যা ১০ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দেবে। কানেক্টিভিটির দিক থেকে এতে ওয়াই-ফাই সিক্সই, ব্লুটুথ ৫.৩, ইউএসবি ৩.০, একটি এসডি কার্ড স্লট ও ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক দেয়া হয়েছে।
ইন্টেল কোর আই৫, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫১ হাজার ৯৯০ রুপি। অন্যদিকে কোর আই৭, ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভার্সনের দাম ৬৪ হাজার ৯৯০ রুপি। ফ্ল্যাগশিপ মডেলে কোর আই৯ ৩২ জিবি র্যাম ও ১ টেরাবাইটের স্টোরেজ রয়েছে, যার মূল্য ৮১ হাজার ৯৯০ রুপি।