নতুন জিডিডিআর৭ র্যাম উন্মোচন করেছে স্যামসাং। গতি ও সক্ষমতার দিক থেকে আগের সংস্করণের চেয়ে দারুণভাবে এগিয়ে এ র্যাম। জিএসএম অ্যারেনার এক প্রতিবেদনে জানা যায়, পার পিন ৩২ জিবিপিএস গতিতে ডেটা সরবরাহে সক্ষম জিডিডিআর৭, যা কিনা ১ দশমিক ৫ টিবিপিএস পর্যন্ত উঠতে পারে। আগের জিডিডিআর৬ ১ দশমিক ১ টিবিপিএস পর্যন্ত উঠতে পারে।
নতুনটি এর তুলনায় ৪০ শতাংশ দ্রুতগতির। স্যামসাংয়ের মতে, নতুন প্রজন্মের গ্র্যাফিকসের ক্ষেত্রে এ র্যাম এগিয়ে থাকবে। এআই, এইচপিসি ও স্বচালিত যানবাহনের অ্যাপ্লিকেশনের ক্ষমতাকে আরো বাড়িয়ে দিতে কাজ করবে।
বর্ধিত গতি নতুন জিডিডিআর৭ র্যামকে দিয়েছে থ্রি-লেভেল পালস অ্যামপ্লিচুড মডুলেশনের (পিএএমথ্রি) মতো হাল প্রযুক্তির সঙ্গে মানিয়ে নেয়ার সক্ষমতা। ইউএসবি৪ ও থান্ডারবল্ট ৫-এর মতো যন্ত্রাংশের সঙ্গেও ব্যবহার করা যাবে। এনভিডিয়ার বিভিন্ন সংস্করণের সঙ্গে জিডিডিআর৬এক্সের চেয়ে কম শক্তি ব্যবহারে কাজ করবে। সব মিলিয়ে ২০ শতাংশের মতো শক্তি সাশ্রয়ী জিডিডিআর৭।