প্রযুক্তি জায়ান্টদের অধিকাংশই বর্তমানে নিজস্ব চিপ তৈরিতে কাজ করছে। এর মধ্যে অ্যাপল এর পরবর্তী প্রজন্মের সিলিকন চিপের উন্নয়নে ব্যস্ত। ধারণা করা হচ্ছে বর্তমানে সফল এম২ লাইনআপের সূত্র ধরে শিগগিরই এম৩ চিপ প্রকাশ্যে আসবে।
আগামী মাসে এ চিপ যুক্ত ম্যাকবুক এয়ার ও ম্যাক মিনি বাজারজাতের কথা ভাবছে কুপারটিনোর এ প্রযুক্তি জায়ান্ট।
প্রযুক্তি বিশারদদের মতে নতুন চিপযুক্ত সবচেয়ে শক্তিশালী ডিভাইসগুলো আগামী বছর আলোর মুখ দেখবে। ব্লুমবার্গের মার্ক গুরম্যান প্রকাশিক সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল হয়তো আগামী বছর এম৩ চিপসেটযুক্ত হাই এন্ড ম্যাকবুক প্রো ও ম্যাক মিনি উন্মোচন করতে পারে।
নিউজলেটারে তিনি জানান, এটি নিশ্চিত যে এম৩ ভার্সনের ম্যাক মিনি সত্যিই বাজারে প্রবেশ করবে। তবে শিগগিরই আসার সম্ভাবনা নেই।
তিনি আরো জানান, ২০২৪ সালের শেষ নাগাদ ডিভাইসগুলো বাজারে আসবে। তাই এগুলো যে এম৩ চিপের প্রথম ডিভাইস হবে তা নয়। আগামী বছরের মাঝামাঝি সময়ে ১৪ ও ১৬ ইঞ্চির ম্যাকবুক প্রো মডেল বাজারে আসার সম্ভাবনা রয়েছে। চলতি বছরের অক্টোবরে এম৩ চিপের ম্যাক ডিভাইস আসার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে ১৩ ইঞ্চির ম্যাকবুক প্রো, একটি ম্যাকবুক এয়ার ও ২৪ ইঞ্চির আইম্যাক রয়েছে। অ্যাপলের নতুন এম৩ প্রসেসরটি ৩ ন্যানোমিটার প্রসেস নোডে তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। এর উৎপাদন কার্যক্রম থাকবে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) হাতে।