শিগগিরই বাজারে হাজির হচ্ছে নতুন পোকো ফোন। মডেল পোকো এম৬ প্রো ৫জি। এটি মূলত ৫জি কানেকশন সুবিধা সমৃদ্ধ স্মার্টফোন। ৫ আগস্ট ফোনটি বাজারে পাওয়া যাবে।
প্রায় একবছর আগে লঞ্চ হয়েছিল পোকো এম৫ ফোন। এবার আসছে তার প্রো ভার্সান। পোকো সংস্থার ‘এম’ সিরিজের এই ৫জি ফোনের রিয়ার প্যানেলের ডিজাইন ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।
সেখানে একটি আয়তাকার ক্যামেরা মডিউল দেখা গিয়েছে। তার মধ্যে দুইটি ক্যামেরা সেন্সর রয়েছে। আর সঙ্গে রয়েছে একটি এলইডি ফ্ল্যাশ। সায়ান রঙে ফোনটি বাজারে আসতে পারে পোকো এম৬ প্রো ৫জি ফোন। এই ফোনের যে ডিজাইন প্রকাশ্যে এসেছে সেখান থেকে দেখা গিয়েছে ফোনের ডানদিকে সাইডের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন।
বলা হচ্ছে, পোকো এম৬ প্রো ৫জি আসলে পোকো এম৪ প্রো ৫জি মডেলের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে। পোকোর আসন্ন ফোনের ডিজাইন সম্পর্কে কিছুটা আভাস পাওয়া গেলেও ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। পোকো এম৬ প্রো ৫জি ফোন যে অগস্ট মাসেই ভারতে লঞ্চ হবে সেই আভাস আগে পাওয়া গিয়েছিল। এবার প্রকাশ্যে এল নির্দিষ্ট দিনক্ষণ।