চীনের স্মার্টফোন নির্মাতা ইনফিনিক্স দেশের বাজারে আনতে চলেছে নতুন হ্যান্ডসেট ইনফিনিক্স এস ৪ । ফোনটিতে সেলফিপ্রেমীদের জন্য ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে ।
ইনফিনিক্স এস ৪ ফোনটিতে রয়েছে ১৯:৯ অনুপাতের ৬.২ ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এর রেজ্যুলেশন ১৫২০×৭২০ পিক্সেল। ফোনটির চারটি ক্যামেরার মধ্যে তিনটি থাকবে রিয়ারে। একটি রয়েছে ফ্রন্টে। ৩২ মেগাপিক্সেল লো-লাইট সেলফি ক্যামেরা এবং ১৩+৮+২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরাতে থাকছে ডাবল ফ্ল্যাশ লাইট।
অক্টা-কোর ২ গিগাহার্জ মিডিয়াটেক হিলিও পি২২ (এমটি ৬৭৬২) ১২এনএম প্রসেসর । ৪ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি সংযুক্ত এই স্মার্টফোনটিতে রয়েছে ৩ জিবি র্যাম আর ৩২ জিবি স্টোরেজ সুবিধা। যা মাইক্রোএসডি কার্ড মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন ।
ইনফিনিক্স এস ৪ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে সর্বশেষ অ্যান্ড্রয়েড ভার্সন ৯.০ । আর নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা রয়েছে।