প্রযুক্তি খাতে বিভিন্ন দেশ নিজেদের অবস্থান তৈরিতে কাজ করছে। এর অংশ হিসেবে এবার নতুন বিধান প্রণয়নের কথা ভাবছে দক্ষিণ কোরিয়া। স্যামসাংসহ বিভিন্ন কোম্পানির প্রযুক্তি বেহাত হওয়া বন্ধে কঠোর শাস্তির বিধান তৈরি করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।
সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তর থেকে প্রযুক্তি বেহাত হওয়ার বিষয়টি কঠোরভাবে দমন করছে দক্ষিণ কোরিয়া। মূলত বিশ্ববাজারে মেমোরি চিপ ও ডিসপ্লে খাতে প্রতিযোগীদের সঙ্গে লড়াইয়ে ও শক্ত অবস্থান ধরে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে দেশটি।
দ. কোরিয়ার সেনটেন্সিং কমিশন দেশটির সুপ্রিম কোর্টের অধীনে পরিচালিত হয়। চলতি মাসে কমিশনটি কোরিয়ান প্রযুক্তি চুরি ও ফাঁস করা রোধে শাস্তি ও কারাদণ্ডের সময় বাড়ানোর বিষয়ে উদ্যোগ নিয়েছে। দেশটির শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। আগামী বছরের শুরুতে শাস্তির বিধানে কী পরিবর্তন আনা হয়েছে সে বিষয়ে জানানো হবে।
কোন দেশগুলোকে এ নীতিমালার আওতায় আনা হবে সে বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি চুরি ও ফাঁস করে দেয়ার তালিকায় চীন রয়েছে।