স্মার্টফোনের দুনিয়ায় আবার পদার্পণ করল নোকিয়া। প্রথম যে মোবাইল ফোন বাজারে এসেছিল, সেই ফোন বাজারে এনেছিল এই মোবাইল কোম্পানি। তাদের তৈরি প্রথম বাটন ফোন আজ বহু মানুষের কাছে রয়ে গিয়েছে। সেই ফোন যেন এক অমূল্য স্মৃতি। নোকিয়া মানেই নতুন কোনো নতুন ধামাকা এবার নোকিয়া নিয়ে আসতে চলেছে তাদের নতুন মোবাইল ফোন নোকিয়া ফ্লিপ ৭০। এই ফোনটির বিষয়ে কিছু তথ্য দেখে নেওয়া যাক।
মোবাইল ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 1080×2636 পিক্সল রিজল্যুশনের সাথে ৬.৯ ইঞ্চির FHD+ ডাইনেমিক অ্যামোলেট ডিসপ্লে। ফোনটির ৮জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম + ৫২১ জিবি স্টোরেজ ক্যাপাসিটি রয়েছে। স্টোরেজ ক্যাপাসিটি অনুযায়ী এর দাম কম বেশি হবে ।
নোকিয়া ফ্লিপ ৭০ ফোনটির মধ্যে রয়েছে আরও কিছু আকর্ষণ দুর্দান্ত এই ফোনটিতে থাকছে 6000mah ব্যাটারি । ক্যামেরাও থাকবে দুর্দান্ত। মোবাইলটিতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরার, ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইট লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।