সেলফোনে উন্নত ক্যামেরার প্রচলন শুরু হয় সনির মাধ্যমে। বিশেষ করে কোম্পানিটির এক্সপেরিয়া সিরিজ তরুণদের পছন্দের শীর্ষে ছিল। সম্প্রতি নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস এক্সপেরিয়া ১ ভি১ উন্মোচনের ঘোষণা দেয়া হয়েছে।
সূত্রের তথ্যানুযায়ী, নতুন সেলফোনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এতে বড় ইমেজ সেন্সর ও ছয় গুণ জুমিং সুবিধা দেয়া হবে। রেডিট থেকে এ বিষয়ে জানতে পেরেছে জিএসএম অ্যারেনা। আগামী বছরের ফেব্রুয়ারিতে বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস আয়োজনের কথা রয়েছে। গুঞ্জন উঠেছে সেখানেই এক্সপেরিয়া ১ ভি১ সেলফোনটি উন্মোচন করা হবে। আরো গুঞ্জন রয়েছে যে সনির এ ফ্ল্যাগশিপ ডিভাইসের ক্যামেরায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা হবে।
নাম না জানা সূত্রের তথ্যানুযায়ী, এক্সপেরিয়া ১ ভি১ এ জুম ক্যামেরা থাকবে। যার মাধ্যমে ছয় গুণ জুমিং সুবিধা পাওয়া যাবে এবং এতে বড় ইমেজ সেন্সর ব্যবহার করা হবে। এছাড়া জুমের মাধ্যমে ভালো ছবি পাওয়ার জন্য এতে সনির নিজস্ব প্রযুক্তি ব্যবহার করা হবে।