ম্যাজিক ভি২ ফোল্ডেবল ফোনের পাশাপাশি চীনে ওয়াচ ৪ প্রো উন্মোচন করেছে অনার। প্রিমিয়াম ডিজাইন ও হেলথ মনিটরবিষয়ক বিভিন্ন প্র্যাক্টিক্যাল ফিচার নিয়ে তৈরি করা হয়েছে স্মার্টওয়াচটি।
এতে এলটিপিও প্রযুক্তি সম্পন্ন ১ দশমিক ৫ ইঞ্চি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। যার রেজল্যুশন ৪৬৪×৪৬৪ পিক্সেল। দীর্ঘমেয়াদি ব্যাটারির থাকার কারণে রয়েছে অলওয়েজ-অন ডিসপ্লে ফিচার। স্টেইনলেস স্টিলে নির্মিত স্পোর্ট ডিজাইনের স্মার্টওয়াচটির ডায়াল সাইজ ৪৬ মিমি। ডিভাইসটি ৫ মিটার পর্যন্ত পানি প্রতিরোধী।
ব্যবহারকারীদের হেলথ মনিটর করার জন্য অনার ওয়াচ ৪ প্রোতে রয়েছে হার্ট-রেট মনিটর, ব্লাড অক্সিজেন মাপার সেন্সর, ঘুম ও স্ট্রেস ট্র্যাকিংসহ ফ্যাট-বার্নিং অ্যালগরিদম। এছাড়া বিল্ট ইন জিপিএসের পাশাপাশি বিভিন্ন স্পোর্টস মোড দেয়া হয়েছে নতুন এ স্মার্টওয়াচে। যোগাযোগের সুবিধার জন্য স্মার্টওয়াচে ভয়েস কলিং ফিচার, (এনএফসি) নেয়ারফিল্ড কমিউনিকেশন, মিউজিক স্ট্রিমিংসহ ই-সিমের ব্যবস্থা রয়েছে।
অনারের দাবি এক চার্জে সাধারণ ব্যবহারে ১০ দিনের ব্যাটারি লাইফ পাওয়া যাবে ওয়াচটি থেকে। অনার ওয়াচ ৪ প্রো কালো, বাদামি ও গাঢ় সবুজ তিনটি রঙে আনা হয়েছে। বর্তমানে চীনে প্রি-অর্ডার চলছে, ১৬ অক্টোবর থেকে বিক্রি শুরু হবে।