সম্প্রতি কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স সিরিজের ঘোষণা দিয়েছে। কোম্পানির বর্তমান স্ন্যাপড্রাগন ৮সিএক্স প্রসেসরের পাশাপাশি নতুন চিপগুলোর নতুন লাইনআপ আনছে।
এক ব্লগ পোস্টে টেক জায়ান্ট জানিয়েছে, আসন্ন স্ন্যাপড্রাগন এক্স সিরিজটি বিদ্যমান ওরিয়ন সিপিইউগুলোর একটি কাস্টম সংস্করণ দ্বারা পরিচালিত হবে। এতে পারফরম্যান্স ও পাওয়ার উভয় দিক থেকে এগিয়ে থাকবে স্ন্যাপড্রাগন এক্স।
ওরিয়ন সিপিইউ প্রথম গত বছরের নভেম্বরে ঘোষণা করা হয়েছিল। কোয়ালকম জানিয়েছে যে এটি পিসি, স্মার্টফোন, ডিজিটাল ককপিট এবং ভিআর মতো পণ্যগুলোয় ব্যবহার করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স ব্র্যান্ডিংয়ের সঙ্গে আইকনিক স্ন্যাপড্রাগন ফায়ারবল লোগোটি থাকবে না। এতে ব্যবহারকারীদের মোবাইল ও ডেস্কটপ প্রসেসরের মধ্যে পার্থক্য করতে সহায়তা করবে।
সর্বশেষ ২০১৮ সালে পিসির জন্য স্ন্যাপড্রাগন ৮ সিএক্স চিপ কম্পিউটার প্ল্যাটফর্ম উন্মোচন করে কোয়ালকম।
এখন পর্যন্ত কোয়ালকম এআরএম থেকে তাদের সিপিইউগুলোর জন্য আর্কিটেকচার লাইসেন্স করত। তবে চিপ ডিজাইন স্টার্টআপ নুভিয়াকে অধিগ্রহণের ফলে কোয়ালকম এখন থেকে সম্পূর্ণ নিজস্ব চিপ তৈরি করতে পারবে আশা করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
প্রযুক্তিবিদরা আরো ধারণা করছেন, বর্তমানে স্ন্যাপড্রাগন ৮সিএক্স চিপগুলোর পাশাপাশি আসন্ন স্ন্যাপড্রাগন এক্স সিরিজটি বাজারের অ্যাপলের বা ইন্টেলের চিপের সঙ্গে শক্তিশালী প্রতিযোগিতা করবে।