ঘড়ির মতো হাতের কব্জিতে পরা যাবে ফোন। এমনই উদ্ভাবনী ডিভাইস এনেছে মটোরোলা। লেনোভো টেক ওয়ার্ল্ড ২০২৩ এর ইভেন্টে এই ফোল্ডেবেল স্মার্টফোন প্রদর্শন করেছে মটোরোলা।
এই ডিভাইস স্মার্টফোনের মতো যেমন ব্যবহার করা যাবে তেমনি হাতেও পরা যাবে।
টেক দুনিয়ায় প্রতি নিয়ত কিছু না কিছু উদ্ভাবন দেখছে মানুষ। আসছে একাধিক নতুন ডিভাইস এবং ফিচার্স। এবার স্মার্টফোনের দুনিয়া কাঁপাতে বেন্ড করা যায় এমন অভিনব স্মার্টফোন নিয়ে হাজির মটোরোলা।
মটোরোলার দাবি অনুযায়ী, এই স্মার্টফোন বেঁকিয়ে নিজের হাতে পরতে পারেবন ইউজার। যা ফোল্ডেবেল স্মার্টফোনে করা যায় না।
জানা গিয়েছে, এতে ফ্লেক্সিবেল পিওলিড ডিসপ্লে থাকবে। একটি হাই-এন্ড স্মার্টফোনে যা যা করা যায়, তা সবই এখানে করতে পারবেন।
কোম্পানি জানাচ্ছে, ঘড়ি যেমন পিছন দিকে বেঁকানো যায়, তেমনই এই স্মার্টফোন বেন্ড করে হাতঘড়ির মতো পরা যাবে। স্মার্টওয়াচের মতো দেখতে লাগবে খানিকটা। ৬.৯ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে থাকবে এতে। মিলবে একাধিক কানেক্টিভিটি অপশন এবং ফিচার্স।
এই স্মার্টফোন যদি হাতে ঘড়ির মতো পরার ইচ্ছা থাকে, তাহলে সেটি পরতে পারবেন না। কারণ এই ফোনের একটি কনসেপ্ট প্রকাশ করেছে মটোরোলা। তার ভিত্তিতে আগামী দিনে স্মার্টফোন তৈরি করে বজারে ছাড়বে সংস্থাটি।
এই স্মার্টফোনের আরও সুবিধা হল, এটি বাইপড হিসাবেও কাজ করবে। আপনি এটিকে দাঁড় করিয়ে রাখতে পারবেন। অন্যান্য অ্যানড্রয়েড ফোনের মতোই এর ডিসপ্লেতে একাধিক কাজ করতে পারবেন। এছাড়াও এটি দাঁড় করিয়ে রাখতে পারবেন। যেখানে ৪.৬ ইঞ্চি ডিসপ্লে-তে ফোনের নানান তথ্য দেখা যাবে।
কোম্পানির ফোল্ডেবেল স্মার্টফোন মটোরোলা রেজর প্লাসের মতো অনেকটা কাজ করবে এই ডিভাইস। যদিও এই ফোনে ব্যাটারি ও চিপসেট কীভাবে ফিট করবে মটোরোলা তা একটি বড় প্রশ্ন তৈরি করেছে। ফোনের কনসেপ্টে প্রকাশ করলেও, কোন তারিখে এটি বাজারে তা এখনও জানায়নি সংস্থা।