কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩-এর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন চিপসেট উন্মোচন করেছে মিডিয়াটেক। ডাইমেনসিটি ৯৩০০ নামে এটি বাজারে আনা হয়েছে। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে জানানো হয়েছে। তাইওয়ানের সেমিকন্ডাক্টর কোম্পানিটি জানায়, নতুন চিপসেটটি ৪ ন্যানোমিটার প্রসেস প্রযুক্তিতে তৈরি। কোম্পানিটির আগের প্রসেসর ডাইমেনসিটি ৯২০০ও একই প্রযুক্তিতে তৈরি করা হয়েছিল।
বিবৃতিতে কোম্পানি জানায়, নতুন চিপসেট আরো উন্নত প্রক্রিয়ায় তৈরি করা হয়েছে। ফলে ব্যবহারকারীরা আরো ভালোভাবে ডিভাইস ব্যবহার করতে পারবেন। মিডিয়াটেকের এবারের প্রসেসরে থাকছে ফোর আর্ম করটেক্স-এক্স৪ কোর। এ কনফিগারেশনটি নতুন ডাইমেনসিটি ৯৩০০ সিপিইউকে আটটি পারফরম্যান্স ফোকাসড কোর দেয়।
ডাইমেনসিটি ৯২০০ একটি করটেক্স-এক্স৩ কোরসহ বাজারে এসেছিল। যেটি তিনটি পারফরম্যান্স কর্টেক্স-এ৭ ১৫ কোর এবং চারটি ইফিসিয়েন্সি কর্টেক্স-এ৫ ১০ কোর দিয়ে প্রস্তুত করা হয়েছিল। তবে ডাইমেনসিটি ৯৩০০ সিপিইউ কনফিগারেশনের লক্ষণীয় পার্থক্য, এতে কোনো ইফিশিয়েন্সিকেন্দ্রিক কর্টেক্স-এ৫এক্সএক্স কোর নেই।
স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ এবং গুগল টেনসর জি৩ উভয়ই এ কোরের সঙ্গে ভালো ব্যাটারি ব্যাকআপ দিয়ে আসছে। প্রশ্ন থাকে এদিক থেকে মিডিয়াটেকের চিপসেট কতটা ভালো সুবিধা দেবে বা ব্যাটারি ব্যাকআপ দেবে। ডাইমেনসিটি ৯৩০০ সিপিইউতে কোনো এনার্জি ইফিশিয়েন্সি কোর নেই। কিন্তু এ কারণে চিপসেটটি খারাপ ব্যাটারি পারফরম্যান্স দেবে তাও নয়।
স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ তে করটেক্স এ৫২০ কোর থাকায় কম শক্তি ব্যয় করলেও পারফরম্যান্স কম পাওয়া যাবে। অন্যদিকে ডাইমেনসিটিতে থাকা কর্টেক্স-এ৭২০ কম শক্তি ব্যয় করবে এবং ভালো পারফরম্যান্স দেবে। প্রসঙ্গত, গত মাসে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ বাজারে আনে। শাওমি ১৪ এবং শাওমি ১৪ প্রো এ ফিচারযুক্ত চিপসেটের প্রথম ডিভাইস।