ফাস্ট চার্জিং প্রযুক্তির স্মার্টফোন আনছে রিয়েলমি। মডেল জিটি ৫ প্রো। ডিসেম্বরে আন্তর্জাতিক বাজারে এই হ্যান্ডসেট পাওয়া যাচ্ছে। পাওয়ারফুল চার্জিং ছাড়াও এই ডিভাইসে থাকছে হাই-ফাই ক্যামেরা।
রিয়েলমি জিটি ৫ প্রো মডেল থাকছে বেশ কিছু তুখোড় ফিচার্স। যা আপনার স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা বদলে দিতে পারে। যেমন ধরুন ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং। যা চোখের পলকে ১০০ শতাংশ চার্জ করবে ফোন।
এছাড়াও ছবি তোলার জন্য থ্রিএক্স অপটিকাল জুমসহ সনি আইএমএক্স ৮৯০ সেন্সরের ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে এই ফোনে। এখানেই শেষ নয়, এই ফোনে পাওয়ারফুল এবং লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ প্রসেসর দেওয়া হয়েছে।
৬.৭৮ ইঞ্চির ১.৫ কে অ্যামোলিড কার্ভ ডিসপ্লে থাকছে এই ফোনে। সঙ্গে ১২০ হার্জ রিফ্রেস রেট। পিক ব্রাইটনেস ৩০০০ নিটস। প্রসেসর মিলবে স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ৩ চিপসেট। যা গেমিংয়ের জন্য পারফেক্ট প্রসেসর।
১৬ জিবি পর্যন্ত ব়্যাম এবং ১ টেরবাইট পর্যন্ত ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে এই ফোনে। ব়্যাম ও স্টোরেজ দুই বিভাগেই বাজার কাঁপাতে চলেছে রিয়েলমি। অপারেটিং সিস্টেম থাকবে অ্যানড্রয়েড ১৪।
এই ফোনের বড় বৈশিষ্ট্য এটির ব্যাটারি এবং চার্জিং। ৫৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ক্যাপাসিটির সঙ্গে ১০০ ওয়াটের ক্ষমতার ওয়্যার চার্জিং এবং ৫০ ওয়াটের ক্ষমতার ওয়্যারলেস চার্জিং থাকতে পারে স্মার্টফোনে।