চীনের ওয়ানপ্লাস কম দামের একটি স্মার্টফোন আনছে। মডেল ওয়ানপ্লান ১২আর। ওয়ানপ্লাসের এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেনারেশন ২ চিপসেট রয়েছে।
জিগমো চায়নার প্রতিবেদন অনুযায়ী, ওয়ানপ্লাস ১২আর ফোনটিতে ১২০ হার্জের ৬.৭ ইঞ্চির ডিসপ্লে থাকবে। এই ডিসপ্লেতে ৩০০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করে।
ফোনটিতে ১.৫ কে রেজুলেশনের ওলিড ডিসপ্লে থাকছে। ব্যাকআপের জন্য ওয়ানপ্লাসের নতুন হ্যান্ডসেটে ৫৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হবে। এই ব্যাটারি ১০০ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট করে।
ফটোগ্রাফি সম্পর্কে বললে, ফোনটিতে একটি ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। আর এর মধ্যে দুইটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা ওআইএস এবং ইআইএস সমর্থনসহ এবং অন্য ৮ এমপি ক্যামেরা দেওয়া হয়েছে। সামনে, ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হচ্ছে। জানুয়ারি মাসে বাজারে আসবে ওয়ানপ্লাস ১২আর মডেলের স্মার্টফোন। তখন এর দামও জানা যাবে।