রেডমি ১৩সি ফাইভজি ডিভাইসের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ১৩আর উন্মোচন করেছে চীনের প্রযুক্তি ব্র্যান্ড শাওমি। সম্প্রতি ডিভাইসটি বাজারজাতের ঘোষণা দেয়া হয়েছে।
বাজেট ফ্রেন্ডলি বা সাশ্রয়ী মূল্যের ডিভাইস হিসেবে ১৩সি ডিভাইসটিও আকর্ষণীয় দামে বাজারে এনেছে রেডমি। চীনের বাজারে ডিভাইসটির দাম ৯৯৯ ইউয়ান বা ১৪০ ডলার। দামের পরিপ্রেক্ষিতে ডিভাইসটিতে বিভিন্ন ফিচার রয়েছে।
রেডমি ১৩আর ও ১৩সি ফাইভজি ডিভাইসের বৈশিষ্ট্য প্রায় একই। ১৩সি ফাইভজির মতো ১৩আরে মিডিয়াটেকের ডাইমেনসিটি ৬১০০প্লাস প্রসেসর দেয়া হয়েছে। এটি একটি অক্টা-কোর প্রসেসর এবং দৈনন্দিন জীবনের কাজ সম্পাদনে সহায়ক। এতে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি ইউএফএস ২.২ স্টোরেজ দেয়া হয়েছে। ডিসপ্লে হিসেবে রেডমি ১৩আরে ৬ দশমিক ৭৪ ইঞ্চির ১৬০০x৭২০ পিক্সেল এর প্যানেল দেয়া হয়েছে। এতে ৯০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট রয়েছে। সাশ্রয়ীমূল্যের ডিভাইস হিসেবে এতে ডিসি ডিমিং ও রেইনল্যান্ড আই প্রটেকশন সার্টিফিকেশন রয়েছে, যা সবসময় উন্নত ভিউয়িং অভিজ্ঞতা দেবে।
নতুন স্মার্টফোনটিতে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ও ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা দেয়া হয়েছে। ছবি তোলার জন্য ১৩ আর ডিভাইসে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ও ০.০৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা দেয়া হয়েছে। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেলের লেন্স। ওয়াটার ওয়েব গ্রিন, ফ্যান্টাসি পারপল ও স্টার রক ব্ল্যাক রঙে ডিভাইসটি পাওয়া যাবে। স্মার্টফোনটি কবে নাগাদ আন্তর্জাতিক বাজারে আনা হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।