জনপ্রিয় চীনা কোম্পানি জেডটিই এক্সন ১০ প্রো উন্মোচন করলো। এই ফোনটির তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এর প্রথম ভ্যারিয়েন্ট ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সাথে এসেছে। দ্বিতীয় ভ্যারিয়েন্টটি ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। এর তৃতীয় ভ্যারিয়েন্টটি ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজের সাথে লঞ্চ করা হয়েছে।
জেডটিই এক্সন ১০ প্রো ফোনে ৬.৪৭ ইঞ্চি এইচডি প্লাস এমোলেড ডিসপ্লে আছে। যার রেজ্যুলেশন ২৩৪০×১০৮০ পিক্সেল। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কার্ভাড ডি গ্লাস দেওয়া হয়েছে। ডিসপ্লের আসপেক্ট রেশিও ১৯.৫:৯ এবং স্ক্রিন টু বডি ৯২ শতাংশ। এই ফোনে শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর ।
ক্যামেরার কথা বললে এতে পাবেন তিনটি রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল (অ্যাপারচার f/1.7 ), দ্বিতীয়টি ২০ মেগাপিক্সেল (অ্যাপারচার f/2.4 ) এবং তৃতীয়টি ৮ মেগাপিক্সেল (অ্যাপারচার f/2.4 )। সেলফির জন্য এই ফোনে ২০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এছাড়াও এই ফোনে ৪ হাজার এমএএইচ ব্যাটারি আছে।