কম দামের স্মার্টফোন এনে সুনাম কুড়িয়েছে লাভা। ভারতের এই হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান এবার আরেকটি সাশ্রয়ী দামের ফোন আনতে চলেছে। মডেল লাভা ব্লেজ কার্ভ ৫জি। এই ফোনে একটি কার্ভড স্ক্রিন থাকতে চলেছে। ২০২৪ সাল অর্থাৎ নতুন বছরে এই ফোনই ভারতের বাজারে লাভা সংস্থার প্রথম প্রোডাক্ট হিসেবে লঞ্চ হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছরই শেষদিকে লাভা লাভা যুবা ৩ প্রো এবং লাভা স্ট্রম ৫জি এই দুই ফোন লঞ্চ করেছে।
আরও পড়ুন: ভিভো টি২ প্রো: ৪৪ মিনিটে ফুল চার্জ হবে এই ফোন
বিজ্ঞাপন
এক্স মাধ্যমে যে টিজার প্রকাশ্যে এসেছে সেটি অনুসারে লাভা সংস্থার আসন্ন ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। জানুন লাভার নতুন ফোনের ফিচার।
এই ফোনে একটি কার্ভড অ্যামোলিড ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে থাকবে ৫জি কানেক্টিভিটি। প্রসঙ্গত উল্লেখ্য, কার্ভড ডিসপ্লে নিয়ে ইতিমধ্যেই ভারতে বেশ কয়েকটি সংস্থার স্মার্টফোন লঞ্চ হয়েছে। সেই তালিকায় রয়েছে আইকিউওও জেড৭ প্রো ৫জি, রিয়েলমি ১১ প্রো এবং রিয়েলমি নারজো ৬০ প্রো, এই ফোনগুলো। এই মডেলগুলির দাম শুরু হচ্ছে ৩০ হাজার টাকার কমে।
লাভার নতুন ৫জি ফোন এবং বাজেট সেগমেন্টের মডেল এটি। থাকছে গ্লাস ব্যাক ফিচার। ৬.৫৬ ইঞ্চির ২.৫ ডি কার্ভড ডিসপ্লে রয়েছে লাভা ব্লেজ ২ ৫জি ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।