চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস নতুন স্মার্টওয়াচ আনছে। এই ডিজিটাল হাত ঘড়ি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মনে দীর্ঘদিন ধরেই উন্মাদনা চলছে। এবার জানা গেল ফোনটি বাজারে আসার দিনক্ষণ। ২৬ ফেব্রুয়ারি আন্তর্জাতিক বাজারে আসবে ওয়ানপ্লাস ওয়াচ ২।
ইতিমধ্যে ওয়ানপ্লাস তাদের স্মার্ট হাতঘড়ি বিক্রির জন্য প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে। ০.৯৯ ডলার বুকিং মানিতে এই ফ্ল্যাগশিপ ঘড়ি কেনার জন্য ফরমায়েশ দেওয়া যাবে। যারা প্রি-অর্ডার যারা দেবেন তারা ৫০ ডলার ছাড় পাবেন।
ইউরোপের ক্রেতারা ওয়ানপ্লাস আকাউন্টে লগ ইন করলে আরও ৩০ পাউন্ড ছাড় পাবেন। এছাড়াও সঙ্গে ওয়ানপ্লাস বাডস ৩ মডেলটি একেবারেই বিনামূল্যে পাবেন।
এখন প্রশ্ন জাগতে পারে, ওয়ানপ্লাস ওয়াচ ২ কেনার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এতসব অফার ঘোষণা করেছে তবে এর দাম কত? এই ডিভাইস কিনতে আপনাকে কমছে কম ২০ হাজার টাকা খরচ করতে হবে। এই দাম এন্ট্রি লেভেলের ভার্সনের। হাই এন্ড ভার্সনের দাম আরও বেশি।
ওয়ানপ্লাস ওয়াচ ২ একটি প্রিমিয়াম স্মার্টওয়াচ। এটি কেনা যাবে র্যাডিয়ান্ট স্টিল এবং ব্ল্যাক স্টিল কালারে। উভয় রঙের হাতঘড়িতে থাকছে স্টেইনলেস স্টিলের কেসিং সিলিকন ওয়াচ স্ট্রাপ। এতে থাকছে সেপায়ার ক্রিস্টাল ডিসপ্লে।
সর্বাধুনিক প্রযুক্তির এই ঘড়িতে ১.৪৩ ইঞ্চির ডিসপ্লে প্যানেল থাকছে। এটি পরিচালনার জন্য কোয়ালকমের স্ন্যাপড্রাগন ডব্লিউ৫ জেনারেশন ওয়ান চিপসেট থাকছে। এই ঘড়ি চলবে গুগল ওয়ার ওএস ৪ ভার্সনের অপারেটিং সিস্টেমে।