চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস তাদের সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টওয়াচ বাজারে এনেছে। ওয়াচ ২ নামের এই ডিভাইস এক চার্জে টানা চার দিন চলবে। এতে ৩২ জিবি বিল্টইন স্টোরেজ রয়েছে।
স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪ ইভেন্টে ওয়ানপ্লাস ওয়াচ ২ লঞ্চ করল প্রতিষ্ঠানটি। মার্চ থেকে এই স্মার্টওয়াচের বিক্রি শুরু হবে। কোম্পানির দাবি, এটি ফুল চার্জে ১০০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ দিতে পারে। গুগলের নতুন ওয়ার ওএস ৪ অপারেটিং সিস্টেম মিলবে ওয়ানপ্লাস ওয়াচ ২ মডেলে।
ওয়ানপ্লাস ১২ সিরিজ স্মার্টফোনের ডিজাইন থেকে অনুপ্রাণিত ওয়ানপ্লাস ওয়াচ ২। মার্কিন যুক্তরাষ্ট্রের মিলিটারি স্ট্যান্ডার্ড স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এটির বডি। এতে পাবেন আইপি৬৮ রেটিং যা ওয়াটার রেসিস্ট্যান্ট এবং ধুলা-বালি থেকে রক্ষা করবে। ঘড়ির ডায়ালের ওজন ৪৯ গ্রাম এবং স্ট্র্যাপের ৮০ গ্রাম।
নতুন এই স্মার্টওয়াচে রয়েছে ১.৪৩ ইঞ্চির অ্যামোলিড ডিসপ্লে সঙ্গে ৪৬৬x৪৬৬ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে। যা ৬০০ নিটস পিক ব্রাইটনেস দেয়। ওয়ানপ্লাস ওয়াচ ২ মডেলে পাবেন হাই-এন্ড কোয়ালকম স্ন্যাপড্রাগন ডব্লিউ ৫ প্রসেসর। কোম্পানির দাবি অনুযায়ী, এতে একাধিক শক্তিশালী কাজ করা যাবেন যেমন গুগল ম্যাপস হ্যান্ডলিং।
সর্বোচ্চ ২ জিবি ব়্যাম এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাবেন ডিভাইসটিতে। তবে এই সব কিছুর থেকে ঘড়ির মূল আকর্ষণ এটির ব্যাটারি ব্যাকআপ। ওয়ানপ্লাসের দাবি অনুযায়ী, ফুল চার্জে ১০০ ঘণ্টা অর্থাৎ ৪ দিন ৪ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে ঘড়িতে। ওয়ানপ্লাস ওয়াচ ২-তে পাবেন ৫০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি এবং ৭.৫ ওয়াটের ভোক ফাস্ট চার্জার। যা ফুল চার্জ করতে সময় নেবে ৬০ মিনিট। ৩০ হাজার টাকার মধ্যে ডিভাইস কিনতে পারবেন।