মিড বাজেটের বাজারকে লক্ষ্য করে হুয়াওয়ে উন্মোচন করেছে ওয়াই৯ প্রাইম (২০১৯)। এটি ওয়াই৯ প্রাইম (২০১৮) এর উন্নত সংস্করণ। অনেকটা নীরবেই ফোনটি নিয়ে এসেছে হুয়াওয়ে।
হুয়াওয়ে ওয়াই৯ প্রাইম (২০১৯) এর স্পেসিফিকেশন, ডিজাইনের সাথে কিছুদিন আগে উন্মোচিত হওয়া হুয়াওয়ে পি স্মার্ট জেড মিলে যায়। দুটো ফোনেই পপআপ সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।
ফোনটিতে ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর রেজুলেশন ১০৮০*২৩৪০ পিক্সেল এবং রেশিও ১৯.৫ঃ৯। স্ক্রিন থেকে বডির রেশিও ৮৪.৩%। ডিসপ্লে সুরক্ষার ব্যাপারে কোনো কিছু উল্লেখ করা হয়নি। এতে ২.২ গিগাহার্জ অক্টাকোর কিরিন ৭১০এফ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এর জিপিউ মালি-জি৫১ এমপি৪। ডিভাইসটিতে ৪ জিবি র্যাম এবং ৬৪/১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করা হয়েছে। যা মাইক্রো এসডি কার্ড দিয়ে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফোনটির পেছনে তিনটি ক্যামেরা রয়েছে। মূল ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের আর অন্য দুটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে।সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের পপআপ সেলফি ক্যামেরা, এর অ্যাপার্চার এফ/২.২। সেলফি ক্যামেরা দিয়েও ১০৮০ পিক্সেলে ভিডিও করা যাবে।
ফোনটিতে ৪ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ব্যাটারি দ্রুত গতিতে চার্জ দেওয়ার জন্য ফাস্ট চার্জিং রয়েছে কিনা তা জানানো হয়নি। এর অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ৯ পাই এবং ইএমইউআই ৯ ব্যবহার করা হয়েছে।
ফোনটি বাজারে সবুজ, কালো ও নীল রঙে পাওয়া যাবে। হুয়াওয়ে ওয়াই৯ প্রাইম (২০১৯) এর দাম এখনো উল্লেখ করা হয়নি। ফোনটি কবে নাগাদ দেশের বাজারে পাওয়া যাবে এই বিষয়ে কোন তথ্য পাওয়া যায়নি ।