সাশ্রয়ীমূল্যের স্মার্টফোন বাজারজাতের মাধ্যমে প্রযুক্তি খাতে আলাদাভাবে পরিচিত ইনফিনিক্স। এবার প্রিমিয়াম সেগমেন্টেও প্রবেশের উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। এর অংশ হিসেবে প্রথম ফোল্ডেবল স্মার্টফোনের উন্নয়ন কার্যক্রম চলছে। শিগগিরই জিরো ফ্লিপ নামের ডিভাইসটি বাজারজাত করা হবে বলে সূত্রে জানা গেছে।
ইনফিনিক্স জিরো ফ্লিপ নিয়ে প্রযুক্তি বাজারেও গুঞ্জন চলছে। সম্প্রতি নতুন এ স্মার্টফোন বাজারজাত সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। অ্যান্ড্রয়েড হেডলাইনসের তথ্যানুযায়ী এটি সম্ভবত জিরো ফ্লিপ। বর্তমানে এ ডিভাইস সম্পর্কে খুব বেশি তথ্য না থাকলেও বিশ্লেষকদের অভিমত কোম্পানি হয়তো এর দামও গ্রাহকদের নাগালের মধ্যে রাখবে।
সংশ্লিষ্ট ও বিশ্লেষকদের মতে, জিরো ফ্লিপের মাধ্যমে ইনফিনিক্স ফোল্ডেবল ডিভাইসের বাজারে নতুন অধ্যায় শুরু করতে পারে। নতুন এ ফোল্ডেবল ছাড়া আরো একটি ডিভাইসের তথ্যও পেয়েছে অ্যান্ড্রয়েড হেডলাইন। তবে এটি কি সাধারণ অ্যান্ড্রয়েড হবে নাকি ফোল্ডেবল হবে সে সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।