নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ ভারতে তাদের প্রথম ফোন সিএমএফ ফোন ১ লঞ্চ করতে চালছে নাথিং ফোন ২এ- এর থেকেও অনেকটাই কম দামে। নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ তাদের প্রথম স্মার্টফোন ভারতে লঞ্চ করতে চলেছে। কবে এই ফোন লঞ্চ হবে সেই সম্পর্কে নিশ্চিত ভাবে কিচ্ছু জানা যায়নি।
তবে শোনা গিয়েছে, নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ যে ফোন প্রথমবার লঞ্চ করতে চলেছে তার নাম সিএমএফ ফোন ১ হতে চলেছে। ভারতে সিএমএফ সংস্থার প্রথম ফোনের দাম ১২ হাজার টাকার আশপাশে হতে পারে।
অর্থাৎ সিএমএফ ফোন ১ মডেলের দাম বর্তমানে ভারতে উপলব্ধ থাকা নাথিং ফোন ২এ- এর থেকে অনেকটাই কম। এখনও পর্যন্ত ভারতে লঞ্চ হয়েছে নাথিং ফোন ১, নাথিং ফোন ২ এবং নাথিং ফোন ২এ।
এর মধ্যে তৃতীয় মডেলটিই সবচেয়ে সস্তার। এবার নাথিং সংস্থার সাব-ব্র্যান্ড সিএমএফ ভারতে তাদের প্রথম ফোন সিএমএফ ফোন ১ লঞ্চ করতে চালছে নাথিং ফোন ২এ- এর থেকেও অনেকটাই কম দামে। প্লাস্টিকের বডি থাকবে এই ফোনে। তিনটি রঙে ভারতে লঞ্চ হবে সিএমএফ ফোন ১।
৯১মোবাইল-এর রিপোর্টে জানা গিয়েছে যে সিএমএফ সংস্থার প্রথম ফোন যা ভারতে লঞ্চ হতে চলেছে সেটি সিএমএফ ফোন ১ মডেল এবং তার দাম ১২ হাজার টাকার আশপাশে হতে পারে। এর আগে নাথিং ফোন ২এ লঞ্চ হয়েছিল ২৩,৯৯৯ টাকায়। এটিই এতদিন ছিল নাথিং সংস্থার সবচেয়ে সস্তার ফোন যা ভারতে লঞ্চ হয়েছে।
তবে অনুমান, এবার সিএমএফ ফোন ১ লঞ্চ হবে সবচেয়ে কম দামে। এই ফোনের সামনের অংশে অর্থাৎ ডিসপ্লের উপরে থাকবে গোরিলা গ্লাস প্রোটেকশন। কালো, কমলা এবং সাদা রঙে এই ফোন লঞ্চ হবে দেশে।
সিএমএফ, নাথিং সংস্থার সাব-ব্র্যান্ডের প্রথম ফোন হতে চলেছে সিএমএফ ফোন ১। এই মডেলে ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। Nothing OS- এর সাহায্যে পরিচালিত হতে পারে এই ফোন। সীমিত সংখ্যক ফিচার থাকার কথা রয়েছে এই অপারেটিং সিস্টেমে। তিন বছরের অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলে শোনা গিয়েছে সিএমএফ ফোন ১ মডেলে।
এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস বা বিআইএস- এর ওয়েবসাইটে সিএমএফ ফোন ১- এর নাম দেখা গিয়েছে A015 মডেল নম্বর সমেত। এর থেকে অনুমান হয়তো ভারতে এই ফোন লঞ্চ হতে আর বেশি দেরি নেই।