আগামী তিন বছরের মধ্যে স্মার্টফোনের বাজারে শীর্ষ তিনে উঠে আসার লক্ষ্যমাত্রা নিয়েছে মটোরোলা। লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানিটি গ্ল্যাডিয়েটর প্রজেক্ট নামে একটি পরিকল্পনা গ্রহণ করেছে। এর আওতায় চীনের বাইরে বিশ্বব্যাপী নিজেদের বিস্তৃতি বাড়াতে কাজ করবে কোম্পানিটি। মটোরোলার প্রেসিডেন্ট আর্জিও বুনিয়াক সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এ পরিকল্পনার কথা জানিয়েছেন। খবর গিজমোচায়না।
বর্তমানে উত্তর ও লাতিন আমেরিকার স্মার্টফোন বাজারে তৃতীয় অবস্থানে আছে মটোরোলা। তবে একসময়ের জনপ্রিয় ব্র্যান্ডটির স্মার্টফোন বিক্রি দীর্ঘ সময় ধরে কমছে। প্রতিযোগিতায় টিকে থাকতে বাজার সংকোচনের নীতিও নিয়েছিল কোম্পানিটি। এবার সে নীতি থেকে সরে এসে বাজার সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করেছে।
নতুন পরিকল্পনার আওতায় উত্তর ও লাতিন আমেরিকা ছাড়াও অন্য দেশগুলোর বাজারে নিজেদের স্মার্টফোন বিক্রি বাড়াচ্ছে মটোরোলা। অন্যদিকে হাই এন্ড স্মার্টফোনের বাজারেও উপস্থিতি আরো বাড়াবে কোম্পানিটি। এর জন্য রেজর ও এজ সিরিজের স্মার্টফোনের বিপণন বাড়ানো হচ্ছে। অন্যদিকে তরুণ ব্যবহারকারী, বিশেষ করে নারী ও করপোরেট ক্রেতাদের দিকেও বিশেষ নজর দিচ্ছে প্রযুক্তি কোম্পানিটি। এ লক্ষ্যে বর্তমানে স্মার্টফোনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কাজ করছে মার্কিন এ কোম্পানি। প্রযুক্তিবিদদের মতে, ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে মটোরোলাকে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ উদ্ভাবনী সব প্রযুক্তি নিয়ে কাজ করতে হবে এবং ব্যবহারকারীদের নতুন সুবিধা দিতে হবে।
নতুন পরিকল্পনায় এরই মধ্যে সাফল্য পেতে শুরু করেছে মটোরোলা। গত বছর মটো রেজর ফোরটির বিক্রি আগের মডেলের চেয়ে প্রায় ৫ গুণ বেশি ছিল। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটির ফোনের ব্যবহার আগের বছরের তুলনায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া এশিয়া প্যাসিফিকের বাজার থেকে আসা আয় ৮৮ শতাংশ এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাজার থেকে আয় ৪০ শতাংশ বেড়েছে।
সার্জিও বুনিয়াক বলেন, ‘গত ছয় বছরে মটোরোলা ভগ্নদশা থেকে উঠে এসেছে। বর্তমানে কোম্পানিটি বিশ্ববাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায়।’
২০২২-এর চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) যুক্তরাষ্ট্র স্মার্টফোনের বাজারে ৬ শতাংশ এবং লাতিন আমেরিকার ২৪ শতাংশ বাজার দখলে রেখেছিল মটোরোলা। লাতিন আমেরিকায় স্যামসাংয়ের পর দ্বিতীয় অবস্থানে ছিল কোম্পানিটি। তবে হুয়াওয়ের প্রভাবে চীনের বাজারে এখনো তেমন শক্ত অবস্থান তৈরি করতে পারেনি কোম্পানিটি।