চিপ নির্মাতা জায়ান্ট এনভিডিয়া এখন ৩ ট্রিলিয়ন বা তিন লাখ কোটি ডলারের কোম্পানি। একইসঙ্গে অ্যাপলকে টেক্কা দিয়ে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান কোম্পানি হিসেবে তালিকাভুক্ত হয়েছে এনভিডিয়া।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, এনভিডিয়ার শেয়ারের দাম গতকাল বুধবার ৫ শতাংশের বেশি বেড়ে ১ হাজার ২২৪ ডলারে দাঁড়িয়েছে। উন্নত মানের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ উৎপাদন কোম্পানির চিপের চাহিদা বাড়িয়েছে।
এক বছর আগেও মার্কিন এই চিপ নির্মাতা কোম্পানির মূল্য এক ট্রিলিয়ন ডলারেরও কম ছিল। বর্তমানে কোম্পানিটি অ্যাপলকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় মূল্যবান পাবলিক লিমিডেট কোম্পানি হিসাবে স্থান পেয়েছে। সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের পরেই এখন এনভিডিয়ার অবস্থান।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়া মূলত কম্পিউটারের গ্রাফিক্স চিপ তৈরির জন্য পরিচিত ছিল। এআই বিপ্লবের আরও অনেক আগে থেকেই কোম্পানিটি তাদের চিপগুলোতে মেশিন লার্নিং বান্ধব সুবিধা যোগ করা শুরু করে। এই বৈশিষ্ট্যই কোম্পানিটিকে বাজারে আজকের অবস্থান গড়তে সহায়তা করেছে।