কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তাৎক্ষণিকভাবে ইমেইলের উত্তর দিতে ‘স্মার্ট রিপ্লাই’ ফিচার আনতে চলেছে অ্যাপল। ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্সে (ডাব্লিউডাব্লিউডিসি) ফিচারটি উন্মোচন করা হবে বলে জানা গেছে।
অ্যাপল এর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সিরিকে স্মার্ট রিপ্লাই ফিচারের মাধ্যমে মেসেজ তৈরি করতে এবং ইমেইলের উত্তর দিতে ব্যবহার করা হবে। এই এআই আপগ্রেডগুলো অ্যাপলের প্রকল্প ‘ব্ল্যাকপার্ল’ এর মাধ্যমে তৈরি করা হয়েছে।
অ্যাপলইনসাইডার জানিয়েছে, মেইল অ্যাপটিতে একটি বড় আপগ্রেডে আসতে চলেছে। বিষয়টির সাথে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত করে এটি দাবি করেছে, ‘স্মার্ট রিপ্লাই’ ফিচার ইমেইলের উত্তর তৈরি করতে সক্ষম হবে এবং ব্যবহারকারীদের দ্রুত ইমেইলের প্রতিক্রিয়া জানাতে সহায়তা করবে। এমনকি এর মাধ্যমে উত্তরটিকে আরও পেশাদার, আরও কথোপকথন বা বন্ধুত্বপূর্ণভাষায় পাঠানো সম্ভব হবে।