হুয়াওয়ের নতুন হ্যান্ডসেট বিক্রি স্থগিত করেছে জাপানের দুটি টেলিকম অপারেটর। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়েকে কার্যত নিষিদ্ধ করার পর গতকাল জাপানের এ দুটি প্রতিষ্ঠান এমন ঘোষণা দিল। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।
জাপানের কেডিডিআই করপোরেশন এবং সফটব্যাংক করপোরেশন উভয়েই জানিয়েছে, হুয়াওয়ের নতুন মডেলের স্মার্টফোনে তাদের যথাক্রমে এইউ এবং ওয়াই এর মোবাইল স্মার্টফোন সার্ভিস পাওয়া যাবে না। চলতি মাসের শেষ নাগাদ এ দুটি সেবা চালু হওয়ার কথা রয়েছে।
এর ব্যাখ্যায় তারা বলেছে, মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা ও গুগলের ব্যবসায়িক সম্পর্ক স্থগিতের পর হুয়াওয়ের স্মার্টফোনে গুগলের সেবা দান অব্যাহত থাকবে কিনা এ নিয়ে তারা দ্বিধায় রয়েছে। এ ধোঁয়াশার কারণেই তারা হুয়াওয়ের ডিভাইস বিক্রি স্থগিত রাখছে।
এ ব্যাপারে সফটব্যাংকের মুখপাত্র বলেছেন, গুগলের পরবর্তী পদক্ষেপের পরিপ্রেক্ষিতে আমাদের গ্রাহক কতটা নিরাপদে হুয়াওয়ের সেট ব্যবহার করতে পারবে সেটি আমরা যাচাই করে দেখব।
কেডিডিআই ও সফটব্যাংক জাপানে শীর্ষ তিনটি মোবাইল অপারেটরের মধ্যে দুটি। হুয়াওয়ের স্মার্টফোন আবার কবে ব্যবহার শুরু হবে এ ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলেনি কোম্পানি দুটি।
শীর্ষ তিনটি অপারেটর কোম্পানির মধ্যে তৃতীয়টি হলো এটিটি ডকোমো। এ কোম্পানিটি গত বৃহস্পতিবার জানায়, চলতি গ্রীষ্মেই তারা হুয়াওয়ের হাইএন্ড স্মার্টফোন উন্মোচন করবে।