সামনে এল রেডমি ৭এ। শুক্রবার চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে শাওমি। রেডমি ৭এ ফোনে থাকছে এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন। সাথে এই ফোনের ডিসপ্লের উপরে ও নীচে চওড়া বেজেল থাকছে। রেডমি ৭এ ফোনে থাকছে ৫.৪৫ ইঞ্চি ডিসপ্লে, ৪ হাজার এমএএইচ ব্যাটারি আর ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। নীল ও কালো রঙে পাওয়া যাবে রেডমি ৭এ।
শুক্রবার চিনের এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রেডমি ৭এ ফোন সামনে এনেছে শাওমি। আপাতত এই ফোন লঞ্চ হলেও দাম জানা যায়নি। 28 মে রেডমি কে২০ লঞ্চ ইভেন্টে রেডমি ৭এ ফোনের দাম ঘোষনা করতে পারে বেইজিং এর কোম্পানিটি।
ডুয়াল সিম রেডমি ৭এ ফোনে অ্যান্ড্রয়েড পাই অপারেটিং সিস্টেমের উপরে চলবে এমআইইউআই ১০ স্কিন। এই ফোনে থাকছে একটি ৫.৪৫ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। ফোনের ভিতরে রয়েছে এন্ট্রি লেভেল স্ন্যাপড্রাগন ৪৩৯ চিপসেট। এই ফোনের র্যাম ও স্টোরেজ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।
ছবি তোলার জন্য রেডমি ৭এ ফোনে থাকছে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সেলফি তোলার জন্য থাকছে একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ক্যামেরার সাহায্যে রেডমি ৭এ ফোনের ফেস আনলক কাজ করবে।
রেডমি ৭এ ফোনে রয়েছে একটি ৪ হাজার এমএএইচ ব্যাটারি। সাথে থাকছে ১০ ওয়াট চার্জার।