টিকটক এর মালিক চিনের ইন্টারনেট সার্ভিস কোম্পানি বাইটড্যান্স। ইতিমধ্যেই টিকটক সহ একাধিক ইন্টারনেট পরিষেবার সাফল্য পেয়েছে এই ফোম্পানি। বিশেষ করে ভারতে টিকটক এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। এবার হার্ডওয়্যার ব্যবসায় নাম লেখাতে চলেছে কোম্পানিটি। সূত্র মারফৎ জানা গিয়েছে এবার নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে বাইটড্যান্স। তবে এই স্মার্টফোন সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি।
ফাইনানসিয়াল টাইমসে প্রকাশিত এক রিপোর্টে জানা গিয়েছে ইতিমধ্যেই স্মার্টফোন তৈরীর কাজ শুরু করে দিয়েছে চিনের কোম্পানিটি। টিকটক ছাড়াও বাইটড্যান্স এর অন্য জনপ্রিয় অ্যাপ হল ডায়িং। চিনে টিকটক এর মতোই কাজ করে এই অ্যাপ। একই অ্যাপ হলে চিনের আইনি ফাঁক থেকে রেহাই পেতে আলাদা নামে চলে এই অ্যাপ। এছাড়াও রিপাবলিক ও টপবাজ এর মতো নিউজ কোম্পানির মালিকানাও চিনের কোম্পানিটির হাতে।
ফোন এরিনা ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে এই স্মার্টফোনগুলিতে বাইটড্যান্স এর সব অ্যাপ আগে থেকেই ইনস্টল হয়ে থাকবে। তুলনামুলক কম দামে বাজারে আসবে এই স্মার্টফোন। তরুন প্রজন্মের কথা মাথায় রেখেই এই ফোন নিয়ে আসতে চলেছে কোম্পানিটি।
সম্প্রতি দ্য ভার্জ এ প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে স্মার্টিসান নামে একটি কোম্পানি অধিগ্রহন করেছে বাইটড্যান্স। এই কোম্পানির মাধ্যমেই নতুন স্মার্টফোন তৈরী শুরু হয়েছে। সব স্মার্টফোনেই টিকটক এর মতো অ্যাপ কাজ করে। তাই এই স্মার্টফোন গ্রাহকের পছন্দ হবে কী না তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।