ফোল্ডেবেল স্ক্রিনের পেটেন্ট পেল অ্যাপল। ২০১৮ সালের জানুয়ারিতে এই পেটেন্টের জন্য আবেদন করেছিল তারা। মঙ্গলবার তাদের আবেদন মঞ্জুর করেছে মার্কিন পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিস। ফলে অদূর ভবিষ্যতে আইফোন-সহ অ্যাপলের বিভিন্ন ডিভাইসে এ ধরনের স্ক্রিন দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
ইতোমধ্যেই ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং এবং হুয়াওয়ে। এই প্রতিযোগিতার বাজারে কিছুটা হলেও পিছিয়ে অ্যাপল। ২০২১ সালের মধ্যে তারা বাজারে আইফোন আনতে পারে বলে মনে করা হচ্ছে।