সম্প্রতিকালে নতুন নতুন কনসেপ্ট নিয়ে কাজ করে সবার নজর কাড়ছে চাইনিজ ফোন নির্মাতা কোম্পানি অপো। গত বছর “ফাইন্ড এক্স” মডেলটি দিয়ে তারা পরিচয় করিয়ে দেয় মটোরাইজড পপ আপ ক্যামেরার সাথে। ফোনের স্ক্রিন টু বডি রেশিও বাড়ানোর জন্য এটা বেশ যুগোপযোগী হিসেবে সবার কাছে বাহবা পায়।
চলতি জানুয়ারির শেষ দিকে চীনের স্মার্টফোন নির্মাতা অপো কিছু নতুন স্মার্টফোন ডিজাইনের জন্য পেটেন্ট দায়ের করেছেন। প্রথম পেটেন্টটি একটি ক্ষুদ্রতর পপ-আপ ডিসপ্লে সহ একটি স্মার্টফোনের জন্য। ডিসপ্লেটি মূল ডিসপ্লেয়ের চেয়ে সামান্য ছোট এবং স্মার্টফোনের শীর্ষস্থানে প্রায় এক তৃতীয়াংশ পপ আউট ।
তবে বর্তমান সময়ের প্রযুক্তির সাথে এই ডিজাইন খুব একটা মানানসই হবে বলে মনে হচ্ছে না। কারন ফোনের উপরে ও নিচে লক্ষণীয় বেজেল আছে যা ফোনটিকে পুরুপুরি বেজেললেস বলা যাচ্ছে না।