কাশ্মীরকে সমর্থন করে টুইটার বা ফেসবুকে কিছু পোস্ট করলে সেসব অ্যাকাউন্ট বাতিল করা হবে বলে জানিয়েছে পাকিস্তানী কর্তৃপক্ষ । স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে এমন খবর জানিয়েছে বেশ কয়েকটি গণমাধ্যম।
পাকিস্তানী সংবাদ মাধ্যম ডনকে দেশটির আইএসপিআরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর জানিয়েছেন, কাশ্মীরের বর্তমান অবস্থাকে সমর্থন করে কোন সামাজিক মাধ্যমে কিছু পোস্ট করলে বা ম্যাসেজ দিলে ও যারা বিষয়টি নিয়ে কোন পোস্ট দিয়েছেন সেসব অ্যাকউন্ট বাতিল করা হবে।
এসব অ্যাকাউন্ট বাতিলের কারণ হিসেবে পাকিস্তানী কর্তৃপক্ষ বলছে, সামাজিব মাধ্যমগুলোর বড় কর্মকর্তাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। সে কারণে দেশটির নিরাপত্তার বিষয়টিকে দেখেই এসব অ্যাকাউন্ট বাতিল করা হচ্ছে।
প্রায় দুই সপ্তাহ ‘অবরুদ্ধ’ কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এর অংশ হিসেবে স্কুল-কলেজ খোলার পর বেশকিছু জায়গায় টেলিফোন লাইন সচল ও মোবাইলে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে। মোট ১০০টি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে ১৭টি চালু করা হয়েছে।