গোটা গ্রামের মানুষ সাক্ষী থাকল আরেকটি বর্বরতার। সবাই জড়ো হয়ে দেখছে এক তরুণীকে বেধড়ক পেটাচ্ছেন গ্রাম্য শালিসের একজন বৃদ্ধ। ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ, প্রেম করে যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছিল সে। ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলায়।
সংবাদমাধ্যম এএনআইয়ের ধারণকৃত সেই ঘটনার ভিডিও গত শুক্রবার থেকে দ্রুত ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। আর তারপর থেকে শুরু হয়েছে নিন্দার ঝড়।
অনন্তপুরের কেপি ধোদ্দিস গ্রামের বাসিন্দা ১৭ বছর বয়সী ওই তরুণীর তারই আত্মীয় ২০ বছর বয়সী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল। দুই সপ্তাহ আগে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পরে তাদের ফিরিয়ে এনে সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়।
https://youtu.be/rNH73FynlRQ
তবে পরিবারের এমন নির্দেশ মানতে পারেনি ওই যুগল। তাই তাদের শাস্তি দিতে শালিস ডাকা হয়। গোটা গ্রামের সামনে বেধড়ক পেটানো হয় ওই তরুণীকে। গ্রামের ৭০ বছর বয়সী বৃদ্ধ বয়া লিঙ্গাপ্পা এই ঘটনায় নেতৃত্ব দেন। অবশ্য কিশোরীর পরিবারই তাকে এই দায়িত্ব দেয়।
অনন্তপুর জেলা পুলিশ সুপার বি সত্য ইয়েসুবাবু জানিয়েছেন, ভিডিওটির ওপর ভিত্তি করে ভারতীয় দণ্ডবিধির ৩২৪ ধারা অনুযায়ী বয়া লিঙ্গাপ্পার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। একইসঙ্গে, একজন তরুণীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের জন্য সাই কিরণের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।