ভারতের অভিযোগের ভিত্তিতে কাশ্মীর ইস্যুতে উস্কানিমূলক, বিভ্রান্তিকর তথ্য টুইট করা হচ্ছে এমন অভিযোগে পাকিস্তানের ২০০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে।
সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে পাকিস্তানের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও একাধিক সমাজকর্মীদের অ্যাকাউন্ট রয়েছে।
টুইটারের এ পদক্ষেপের বিরোধিতা করেছে পাকিস্তানের অসংখ্য মানুষ।
পাকিস্তানের ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর জানান, এই টুইটার অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেয়ায় খুবই সমস্যা হচ্ছে। টুইটারের এ পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
টুইটারের আঞ্চলিক অফিসে পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি (PTA) এরইমধ্যে এ বিষয়ে একটি অভিযোগ জানিয়েছে।
যদিও ২০০টি অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার বিষয়ে টুইটার কর্তৃপক্ষ কোনো বিবৃতি দেয়নি।