বেশ কিছুদিন ধরে গুগল ইমেজ সার্চে ‘ভিখারি’ শব্দটি সার্চ করলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি দেখা যাচ্ছে। গুগলের পাকিস্তান ডোমেন এর পাশাপাশি গুগলের ভারতীয় ডোমেইন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ডোমেইনেও এই বিষয়টি লক্ষ্য করা গেছে।
যদিও এখনও অবধি স্পষ্টভাবে জানা যায়নি কবে থেকে ভিখারি শব্দটির ইমেজ সার্চে ইমরান খানের ছবি দেখা যাচ্ছে, তবে মিডিয়া রিপোর্ট অনুসারে এই সমস্যাটি শুরু হয়েছে ২০১৮ সালের ডিসেম্বর মাস থেকে। আবার কিছু মিডিয়া রিপোর্ট দাবি করে এ বছরের ১৭ই আগস্ট থেকে এটি শুরু হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, সার্চ ইঞ্জিন গুগলের সন্ত্রাসীর তালিকায় বিশ্বের শীর্ষ ১০ সন্ত্রাসীর ছবিতে নরেন্দ্র মোদির ছবি রয়েছে। এই বছরের ফেব্রুয়ারি মাসে গুগল ইমেজ সার্চে ‘টয়লেট পেপার( Toilet Paper )’ লিখে সার্চ করলে পাকিস্তানের জাতীয় পতাকার ছবি দেখা যাচ্ছিল। ঠিক তার পর থেকেই ‘ভিখারী’ শব্দের সার্চ রেজাল্টে ইমরান খানের ছবি দেখানো শুরু হয়।
গুগলের তরফ থেকে জানানো হয়েছে,” যবে থেকে নিউজ স্টোরি পাবলিশ হওয়া শুরু হয়েছে তবে থেকে এই সার্চের রেজাল্টগুলি নিউজ স্টোরিগুলিতে ব্যবহৃত সেই শব্দের সংখ্যার নিরিখে সাজানো হচ্ছে।
গুগলের ইমেজ সার্চে ভুল রেজাল্ট আসা এই প্রথম নয়। গতবছরও গুগলের সিইও কে ইউ এস কংগ্রেসের জবাবদিহি করতে আদেশ দেওয়া হয় যে কেন গুগল সার্চ রেজাল্টে ‘ইডিয়েট’ শব্দটি সার্চ করলে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ‘ডোনাল্ড ট্রাম্প’ -র নাম আসছে।