ফেসবুক জানিয়েছে শুক্রবার থেকে তারা কয়েক হাজার অ্যাপ বন্ধ করে দিচ্ছে। কেন বন্ধ করা হচ্ছে, সে বিষয়ে বিশদ কোনো ধারণা দেয়নি মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি বিষয়ক কয়েকটি নামকরা ওয়েবসাইট জানিয়েছে, এই অ্যাপগুলোর বিরুদ্ধে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। ফেসবুক সেটি জেনেও এতদিন চালু রেখেছিল।
যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠান কেমব্রিজ অ্যানালিটিকা যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রচারণার সময় প্রায় পাঁচ কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগায়। দেশটির ফেডারেল ট্রেড কমিশনের তদন্তে বিষয়টি ধরা পড়ে। এরপর ৫০০ কোটি ডলার জরিমানা দিতে হয় জাকারবার্গকে। অভিযুক্ত অ্যাপগুলোর সঙ্গে কেমব্রিজ অ্যানালিটিকার যোগসাজশ ছিল।
সিনেট জানিয়েছে, এখন ৪০০ ডেভেলপারের অ্যাপ বন্ধ করে দিচ্ছে ফেসবুক। প্রতিষ্ঠানটির দাবি, এর মধ্যে সব অ্যাপ ব্যবহারকারীদের জন্য হুমকি ছিল না।
অ্যাপগুলো বন্ধ করে ফেইসবুক মূলত নিজেদের ভাবমূর্তি উদ্ধার করতে চাইছে। সেটিও তারা করছে মার্কিন সরকারের চাপে পড়ে।
গত মার্চে প্রতিষ্ঠানটি শতাধিক আইনজীবী, ডেটা গবেষক এবং ইঞ্জিনিয়ারদের দিয়ে অ্যাপগুলো তদন্ত করে।
শুক্রবার ফেসবুক বিবৃতিতে বলেছে, ‘এই তদন্ত অ্যাপগুলোর কার্যক্রম সম্পর্কে আমাদের আরও ভালো ধারণা দিয়েছে।’
দ্য ভার্জ জানিয়েছে, বন্ধ করে দেওয়া ‘myPersonality’ অ্যাপটি ছিল বেশি ঝুঁকিপূর্ণ। অ্যাপটি ব্যবহারকারীর অনুমতি ছাড়া তাদের তথ্য গবেষকদের সঙ্গে শেয়ার করেছে।