চলতি বছরের ডিসেম্বরে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ সংক্রান্ত একটি নতুন ফিচার ‘নিউজ ট্যাব’ যুক্ত হবে বলে জানা গেছে। ওয়াল স্ট্রিট জার্নাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ করপ কোম্পানি ‘নিউজ ট্যাব’ ফিচারটিতে বস্তুনিষ্ঠ বিশ্বাসযোগ্য শিরোনাম সরবরাহ করবে।
সম্প্রতি সোশ্যাল জায়ান্ট ফেসবুক এবং ওয়াল স্ট্রিট জার্নালের মধ্যে এ সংক্রান্ত চুক্তি সম্পর্কে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও ফেসবুকের সঙ্গে বিজনেস ইনসাইডার, ওয়াশিংটন পোস্ট ও বাজফিড নিউজের মধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক থেকে সংবাদ মাধ্যমগুলোকে তাদের সংবাদ, শিরোনাম সরবরাহের জন্য চুক্তি অনুযায়ী টাকা দেওয়া হবে। ফেসবুকের নতুন ফিচার নিউজ ট্যাবে এডিটর এবং কোম্পানির অ্যালগরিদম অনুযায়ী এই সব শিরোনাম দেখা যাবে। প্রকাশিত খবরে এমনটাই বলা হয়।
নিউজ করপের প্রতিষ্ঠাতা রুপার্ট মুরডোক বিশ্বাসযোগ্য নিউজ পাবলিশার এবং কেবল কোম্পানিগুলোকে একটি নির্দিষ্ট পরিমাণে ফি দেওয়ার জন্য ফেসবুকের প্রতি আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্স
সাম্প্রতিক সময়ে ফেসবুক বিভিন্ন নিরাপত্তা ইস্যু এবং গোপনীয়তা লঙ্ঘনসহ ভুয়া খবর বন্ধ করতে এই উদ্যোগ গ্রহণ করেছে।