বছর দুয়েক আগে ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে ফোনে ম্যাচ ফিক্সিংয়ের একটা প্রস্তাব পেয়েছিলেন তিনি। জুয়াড়ির সেই প্রস্তাবে তিনি সম্মত হননি। কিন্তু ভুলটা করেন সেই ঘটনা আইসিসির কাছে রিপোর্ট না করে। সেই ভুলের শাস্তি হিসেবেই এখন তার সামনে আর্ন্তজাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞার শাস্তি ঝুলছে। আর এই পরিস্থিতির কারণেই সাকিব আল হাসানের ভারত সফরে যাওয়া হচ্ছে না, এটা নিশ্চিত। আজ কালের মধ্যে আইসিসি সাকিবের এই ‘ভুল’ এবং তার সম্ভাব্য শাস্তির বিষয়টি জানিয়ে প্রেস রিলিজ দিতে যাচ্ছে। আর এই খবরেই ফুঁসছে সোশ্যাল মিডিয়া। ফেসবুকে এখন ঘুরছে সাকিবের ছবি। সাকিব প্রেমীদের ক্ষুব্ধ
সবধরনের ক্রিকেট থেকে সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কথা জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
প্রতিক্রিয়া। এরমধ্যে ইমতিয়া ইমতু লিখেছেন, শুভ পাপ-নীয় সকাল। মোহাাম্মাদ হাসান লিখেছেন, বিসিবির ক্যাসিনো ঈদ। মেহেদী হাসান পলাশ লিখেছেন, একজন সাকিব একটি দেশ শত বছরে এক/ দুইটা পায়!
অমৃত মালঙ্গী লিখেছেন, অপরিণামদর্শী’ আল হাসান…। ফখরুদ্দিন জুয়েল লিখেছেন, ‘পাপ…..মুক্ত’ ক্রিকেট চাই ।
জ.ই মামুন লিখেছেন- সাকিবের জন্য মনটা বিষন্ন হয়ে আছে। খুব কষ্ট হচ্ছে!সাকিব কি কোনো ষড়যন্ত্রের শিকার? মইন উদ্দিন লিখেছেন- জুয়াড়িদের প্রস্তাবে সে তো রাজি হয়নি তাহলে শাস্তি কেন?
ফারুক হাসান,লিখেছেন- সাকিব আল হাসানের বিকল্প নাকি রেডি করেছেন বিসিবি, এখন আমাদেরও সময় এসেছে, পাপন সাহেবের বিকল্প রেডি করার!!
কাজী পুন্য লিখেছেন, ভোর থেকেই মনের অস্থিরতা কমতেছেই না।।কি হচ্ছে এসব ক্রিকেট নিয়ে।।। ভাল দিন ফিরে আসুক এটাই চাওয়া
দিদারুল আই ভূইয়া লিখেছেন, আপনি দেশের জন্য যত প্রয়োজনীয়ই হোন না কেন, আপনি সাকিব বা সিনহা যেই হোন, আনুগত্য হারালেই আপনি শেষ।
উম্মে হাবিবা আইমন লিখেছেন,সাকিব নিষিদ্ধ হলে, বাংলাদেশের ক্রিকেট ও নিষিদ্ধ হোক! চাইনা সাকিব বিহীন এমন ক্রিকেট!
শরিফুল হাসান লিখেছেন, সাকিবের সবচেয়ে বড় অপরাধ কী জানেন? ছেলেটা মেরুদণ্ডটা বাঁকাতে পারে না। কী হাস্যকর কথা! ক্রিকেট জুয়াড়ির (বুকি) কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব। সেটি তৎক্ষণাৎ প্রত্যাখ্যানও করেছেন। এখন আইসিসি কেন জানলো না সেই দায় নিতে হবে তাকে? আমি শুধু এটা বুঝতে পারছি, ষড়যন্ত্র বাইরে নয়, ভেতর থেকেও হচ্ছে। আর আমাদের দেশে যখন কাউকে বিপদে ফেলা হয় তখন সবাই তার পিছু লাগে। অথচ সাকিবের মতো বিশ্বের সেরা অলরাউণ্ডার পেলে যে কোন দেশ মাথায় তুলে রাখতো। কিন্তু আমাদের বিসিবির ঠিকাদারি তো পাপন সাহেবের কাছে। আমি বলবো, সাকিবকে নিষিদ্ধ নয় বাংলাদেশের ক্রিকেট ঠিক করতে হলে আগে পাপনদাকে বিদায় করতে হবে।
সাংবাদিক ফখরুদ্দিন মেহেদী লিখেছেন,সাংবাদিকতায় অধ্যায়নকালে পড়েছিলাম, তথ্য আছে, কিন্তু দেশের সুনাম জড়িত এমন সংবাদ পরিবেশন না করাও সাংবাদিকতার নীতি।
আচ্ছা, সমকাল কি আইসিসির নিযুক্ত স্থানীয় প্রতিনিধি? আইসিসি কি তাদের বরাতে বাংলাদেশকে জানাচ্ছে যে সাকিব ১৮ মাস নিষিদ্ধ হচ্ছেন? শিরোনাম দেখে অন্তত যে কারোই এটা মনে হতে পারে! অথচ এখনো কোন ঘোষনাই আসেনি। আর ওনারা নিজ দায়িত্বে সাকিবকে ১৮ মাস নিষিদ্ধ করে দিচ্ছেন। এ কেমন সাংবাদিকতা? কেমন করে ভুলে গেলেন সাকিব এখন পর্যন আমাদের দেশের সবচেয়ে বড় ক্রিকেট তারকা। এই সাকিবকে নিয়ে কমগুনগান করেছেন আপনারা? দেশের প্রথম সারির দৈনিকগুলোর যদি এই অবস্থা হয় তাইলে বুঝাই যায় সাংবাদিকতার হাল কি এখানে! বেশিরভাগ গণমাধ্যম এ রকম পক্ষপাতিত্ত্ব করছে। আদতে চামচামি, উন্নয়নমার্কা জনসংযোগভিত্তিক সাংবাদিকতা ছাড়া আর কিছু চলে নাকি এখানে? আর অনুসন্ধানমূলক সাংবাদিকতা তো হারিয়েই যাচ্ছে। সরকারের চোখকান খুলে দেবার জন্য হলেও যে অনুসন্ধানের বিকল্প নেই, তাও মিডিয়ার তথা কথিত মোড়লরা ভুলেই গেছেন!
ইমরান ফাহাদ, What a Coincidence! I mean seriously? Congratulations Mr. P*pon You Successfully Ruined our Cricket! Now I am Disappointed! I Hope This News will Prove as HOAX!
আশীফ এন্তাজ রবি লিখেছেন, ইংরেজিতে একটা কথা আছে- ক্যারেকটার অ্যাসাসিনেশন। এর সঠিক বঙ্গানুবাদ কী আমি জানি না। তবে এর কাছাকাছি বাংলা হচ্ছে: ভাবমূর্তি ধ্বংস করা। সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হচ্ছিলেন। তার ক্রীড়া দক্ষতা কেবল নয়, সাম্প্রতিক ধর্মঘটে তার নেতৃত্ব- আমাদের সবাইকে মোহিত করেছিলো। এমন লোকের ভার বহন করা আমাদের জন্য বিপদজনক। ওয়েল ডান আইসিসি এবং দেশীয় চামচারা, তোমরা একেবারে খেলে দিয়েছো। আমরা সাকিব আল হাসানকে ডিজার্ভ করি না। আমরা উনার যোগ্য হয়ে উঠতে পারি নি।