দিনকয়েক পরেই মাঠে গড়াচ্ছে বিপিএলের এবারের আসর। ১১ ডিসেম্বর থেকে মাঠের খেলা শুরুর তিনদিন আগে হবে উদ্বোধনী অনুষ্ঠান। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ এই বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধনী অনুষ্ঠানটি বেশ জমকালো করতে বেশ বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। মিরপুরে শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তিকাল হবে সাড়ে পাঁচ ঘণ্টা। ৮ ডিসেম্বর মিরপুর স্টেডিয়ামে অুনষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে চারটায়। শেষ হবে রাত দশটায়। দুপুর আড়াইটায় গেট খুলে দেয়ার পর বন্ধ করে দেয়া হবে সাড়ে পাঁচটায়।
উদ্বোধনী অনুষ্ঠানের টিকেটের মূল্য সম্পর্কে আগেই ধারণা দেয়া হয়েছিল। সে হিসেবেই সর্বোচ্চ মূল্য (ভিআইপি) ধরা হয়েছে ১০ হাজার টাকা। এছাড়া ৫ হাজার ও ১ হাজার টাকা মূল্যের টিকেটও থাকবে।
টিকেট পাওয়া যাবে শের-এ-বাংলা স্টেডিয়াম চত্ত্বরেই। এছাড়া শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, গুলশানের হোটেল দ্য ওয়েস্টিন ঢাকা, বনানীর ফাহিম মিউজিক ও গুলশান দুইয়ের ক্যাফে ইডেনে টিকিট ছাড়া হবে। অনলাইন মাধ্যমের ভেতর সহজ ডট কম, পেপয়েন্ট ডট কম বিডি ও গ্যাজেটবাংলা ডট কম থেকেও টিকেট কাটা যাবে।
এবারের বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে আসবেন জনপ্রিয় বলিউড সুপারস্টার সালমান খান, ক্যাটরিনা কাইফ, সনু নিগম ও কৈলাশ খের। এছাড়া দেশি তারকাদের মধ্যে মমতাজ ও জেমসও থাকছেন।