মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটারপ্রীতির কথা কম-বেশি সবারই জানা। প্রতিদিনই তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে টুইট করেন। কোনো সময় প্রশংসার বন্যায় ভাসান কাউকে। কোনো সময় আবার টুইটে উগরে দেন কারো প্রতি তীব্র ক্ষোভ। এক সময় ট্রাম্পের টুইটারপ্রীতি নিয়ে বিস্তর কাভারেজ দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এখনো তার টুইট নিউজের বড় সোর্স।
এবার টুইট করার ক্ষেত্রে নতুন রেকর্ড গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে বৃহস্পতিবার একদিনে ১১৫ বার টুইট ও রিটুইট করেছেন তিনি। ট্রাম্পের আকাউন্ট থেকে এটাই একদিনে সবচেয়ে বেশি টুইটের রেকর্ড। এ আগে গত সপ্তাহের রোববার তিনি নিজের অ্যাকাউন্ট থেকে ১০৫ বার টুইট ও রিটুইট করেছিলেন। বুধবার টুইট ও রিটুইট করেছিলেন ৭৭ বার।
প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসনের মুখে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার অপব্যবহার করে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে তদন্ত শুরু করতে ইউক্রেনের প্রেসিডেন্টকে ফোনে চাপ দিয়েছেন ট্রাম্প—এ অভিযোগ সামনে আসার পর তার বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু হয়।
দীর্ঘ প্রকাশ্য শুনানির পর ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এ প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের হাউজ অব রিপ্রেজেন্টেটিভের জুডিশিয়ারি কমিটি। রেকর্ডের দিনে ধারাবাহিক টুইটে অভিশংসন প্রক্রিয়ার বিরুদ্ধে একের পর এক ক্ষোভ ঝেড়েছেন ট্রাম্প। তার দাবি, তিনি পুরোপুরি নির্দোষ। অবৈধভাবে তাকে ক্ষমতাচ্যুত করতে অভিশংসন প্রক্রিয়া শুরু করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান ও এনডিটিভি